মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০১৭ ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তিকে স্বাগত জানিয়েছে ইইউ

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৫, ২০১৭
news-image

---

নিউজ ডেস্ক : সহিংসতার মুখে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে বৃহস্পতিবার। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, রোহিঙ্গাদের মানবিক সংকট কাটাতে এটি গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ।

ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি এক বিবৃতিতে এমওইউ স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করে বলেন, অবিলম্বে এই চুক্তির বাস্তবায়ন করতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

এই চুক্তির বাস্তবায়নের বিষয়টি ইইউ গভীরভাবে পর্যবেক্ষণ করবে। একইসঙ্গে রাখাইনের জন্য আনান কমিশনের করা সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহবান জানিয়েছে ইইউ।