মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০১৭ ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

ভারতে লজ্জার রেকর্ড, ২ রানেই অলআউট গোটা টিম!

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৫, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট মানেই রেকর্ড খেলা। প্রায়ই তৈরি হয় নতুন নতুন রেকর্ড।

আবার ২২ গজের ক্রিজে অঘটনের জন্মও নতুন কিছু নয়। সম্প্রতি সামনে এসেছে তেমনই একটি ঘটনা, যা সচরাচর দেখা যায় না। যেখানে ওয়ানডে ম্যাচে ১৭ ওভার ব্যাট করে মাত্র ২ রানে গুটিয়ে গেছে একটি দল। দলের এগারো জনের মধ্যে ৯ জনই শূন্য রানে ফিরে গেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের মাঠে।

দেশটির নাগাল্যান্ডের মেয়েরা গুন্টুরের জে কে সি কলেজ মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এবং নক আউট টুর্নামেন্টে এ ‘কীর্তি’ গড়েন।

ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট পড়তে থাকে নাগাল্যান্ডের। দলের একমাত্র রানটি করেন ওপেনার মেনকা। তাও কিনা ১৮ বল খেলে।

অপর রানটি এসেছে কেরলের বোলার অ্যালেনা সুরেন্দ্রান ওয়াইড বল করায়। তিনিই একমাত্র বোলার যিনি একমাত্র রান দিয়েছেন এবং কোনও উইকেট পাননি। তাঁর বোলিং পরিসংখ্যান ৩-২-২-০।

কেরলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল অধিনায়ক মিন্নু মানি। চার ওভার বল করে কোনও রান না দিয়ে চার উইকেট পেয়েছেন তিনি। এছাড়া সৌরাভ্যা পি পেয়েছেন দু’টি উইকেট। সন্দ্রা সুরেন এবং বিবি সেবাস্টিন একটি করে উইকেট পেয়েছেন।

এত সহজে ম্যাচ জিতে যাওয়ায় রীতিমতো উচ্ছ্বসিত কেরলের কোচ সুমন শর্মা। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মেয়েদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘এটা খুবই বড় জয়। আমরা প্রতিটি ম্যাচেই দুর্দান্ত ক্রিকেট খেলেছি কিন্তু এদিনের ম্যাচে মেয়েরা দুর্দান্ত পারফর্ম করেছে। নাগাল্যান্ড প্রতি ম্যাচেই ২০, ৩০, ৪০ রানের মধ্যে অলআউট হয়ে যাচ্ছিল। তবে ২ রানে তাঁদের অলআউট করাটা দুর্দান্ত ব্যাপার। অধিনায়ক মিন্নু এবং অন্যান্যরা প্রশংসার যোগ্য। ’

এ জাতীয় আরও খবর

  • ডায়বেটিস রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর ৫ খাবার
  • আজ পানামার বিপক্ষে খেলতে আশাবাদী মেসি
  • স্বামীর সহযোগিতায় গণধর্ষণ, পরে রাস্তায় নিক্ষেপ
  • পর্তুগালে বিমান দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি
  • অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেফতার মিরপুর থেকে
  • এ কে খন্দকারের বই পোড়ালো গণজাগরণ মঞ্চ
  • সৌদি আরবের ভয়ংকর একসিডেন্ট ভিডিও
  • জীবন দিয়ে মেয়েকে বাঁচালেন বাবা
  • যে খাবারগুলো আপনাকে স্লিম করবে
  • ১২ দিনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১৬
  • প্রাথমিকের বৃত্তির ফল ১৯ এপ্রিল
  • টেক্সাসে দুর্বৃত্তের এলোপাথাড়ি গুলি, নিহত ২

এ জাতীয় আরও খবর

  • ডায়বেটিস রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর ৫ খাবার
  • আজ পানামার বিপক্ষে খেলতে আশাবাদী মেসি
  • স্বামীর সহযোগিতায় গণধর্ষণ, পরে রাস্তায় নিক্ষেপ
  • পর্তুগালে বিমান দুর্ঘটনায় ৫ জনের প্রাণহানি
  • অজ্ঞান পার্টির ৬ সদস্য গ্রেফতার মিরপুর থেকে
  • এ কে খন্দকারের বই পোড়ালো গণজাগরণ মঞ্চ
  • সৌদি আরবের ভয়ংকর একসিডেন্ট ভিডিও
  • জীবন দিয়ে মেয়েকে বাঁচালেন বাবা
  • যে খাবারগুলো আপনাকে স্লিম করবে
  • ১২ দিনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১৬
  • প্রাথমিকের বৃত্তির ফল ১৯ এপ্রিল
  • টেক্সাসে দুর্বৃত্তের এলোপাথাড়ি গুলি, নিহত ২