মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০১৭ ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

এক বোতল দুধের দাম সাত লাখ টাকা!

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ২৫, ২০১৭
news-image

---

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার টাকার কোনো মূল্যই নেই। মুদ্রা সংকটও তীব্রতর হচ্ছে।

সরকারের অর্থনৈতিক নীতির কারণে মানবিক বিপর্যয় নেমে এসেছে দেশটিতে। দক্ষিণ আমেরিকার এক দেশটিতে মুদ্রা বলিভারের দাম কমে গেছে এবং পণ্যের দাম আকাশ ছোঁয়া। দেশজুড়ে খাবার ও ওষুধের ঘাটতি।

চলতি বছর বলিভারের দাম ৯৬ ভাগ কমে গেছে। গত সপ্তাহে এক মার্কিন ডলার ক্রয় করতে ৮৪ হাজার বলিভার খরচ করতে হয়েছে ভেনেজুয়েলার নাগরিকদের। এক বোতল দুধ কিনতেও তাদের এ পরিমাণ খরচ করতে হচ্ছে যা বাংলাদেশি মুদ্রায় ছয় লাখ ৮৮ হাজার ১২ টাকা।

চলতি মাসের শুরুতে ভেনেজুয়েলায় এক ডলার ক্রয় করতে খরচ হতো ৪১ হাজার ডলার। অথচ বছরের শুরুতে পুরো বিষয়টা অন্যরকম ছিল। তখন এক ডলার কিনতে খরচ হতো মাত্র ৩ হাজার ১০০ টাকা।

ঋণে জর্জরিত দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা আছে মাত্র ১০ বিলিয়ন ডলার। ভেনেজুয়েলার মূল্যবৃদ্ধি হয়েছে ৪ হাজার শতাংশের কাছাকাছি!সূত্র : ইন্ডিয়া টুডে, সিএনএন