g বিচারকদের চাকরি বিধি নিয়ে মতপার্থক্য নেই: আইনমন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৯শে নভেম্বর, ২০১৭ ইং ৫ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

বিচারকদের চাকরি বিধি নিয়ে মতপার্থক্য নেই: আইনমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৭, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খখলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশ নিয়ে সরকারের সঙ্গে আড়াই বছর ধরে চলমান ‘মতপার্থক্য’ নিরসন হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘বিচারকদের চাকরি ও শৃঙখলা বিধিমালা নিয়ে আর কোনো মতপার্থক্য নেই। রাষ্ট্রপতির অনুমোদন পাওয়া গেলে শিগগিরই বিধিমালার গেজেট প্রকাশ করা হবে।’

বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর কাকরাইলে জাজেস কমপ্লেক্সে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার বাসভবনের সামনে সাংবাদিকদের আইনমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে রাত ৮টা থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির সঙ্গে আইনমন্ত্রীর বৈঠক হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও আইন মন্ত্রণালয়ের উর্ধ্বতন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে কিছু মতপার্থক্য ছিল। কিন্তু অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি, যেসব মতবিরোধ ছিল সেগুলি নিরসন করেছি। মত পার্থক্যও দূর করেছি। আমরা শৃপখলা বিধির ব্যপারে ঐক্যমতে পৌঁছেছি।’

আপিল বিভাগের সবশেষ আদেশ অনুযায়ী ৩ ডিসেম্বরের মধ্যে চাকরি বিধিমালার গেজেট প্রকাশ করার কথা। ওই সময়ের মধ্যে গেজেট প্রকাশের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘বৈঠকে আমরা ঐক্যমতে যে এসেছি, এটা (বিধিমালার খসড়া) মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। তার কারণ হচ্ছে, রাষ্ট্রপতি এটার গেজেট প্রকাশের সিদ্ধান্ত দেবেন। এক্ষেত্রে রাষ্ট্রপতির হুকুম পাওয়ার পরপরই এই গেজেট প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি যদি ৩ ডিসেম্বর যে তারিখ আছে তার আগেই অনুমোদন দেন তাহলে তার আগেই গেজেট প্রকাশ করা সম্ভব হবে।’

সরকারের সঙ্গে বিচার বিভাগের মতপার্থক্যের প্রধান কারণ অধস্তন আদালতের কর্তৃত্ব রাষ্ট্রপতি না সুপ্রিম কোর্টের কাছে থাকবে- বৈঠকে এ বিষয়টি কিভাবে সুরাহা হয়েছে- জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এটা রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিষয়। গেজেটের বিষয়টি অনুমোদন হওয়ার আগে কিছু বলা রাষ্ট্রপতির প্রতি অশ্রদ্ধা দেখানো হবে।’

উল্লেখ্য, অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচারণ বিধিামালার খসড়া নিয়ে আড়াই বছর ধরে সরকারের সঙ্গে বিচার বিভাগের টানাপোড়েন চলছে। এ পর্যন্ত ২৭ বারের মতো গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষ আদালতের কাছ থেকে সময় নিয়েছে। সবশেষ গত ৫ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ সরকারকে ৩ ডিসেম্বরের মধ্যে গেজেটে প্রকাশের জন্য নির্দেশ দেন।