সেই তনুশ্রীর এখন দিন কাটে আশ্রমে!
---
বিনোদন ডেস্ক : বাঙালি পরিবারে জন্ম, বড় হওয়া। যদিও বাড়ি ছিল বাংলার বাইরে। ঝাড়খণ্ডের জামশেদপুরে ছেলেবেলা কেটেছিল তার। তিনি তনুশ্রী দত্ত।
স্কুলের পাঠ চুকিয়ে তার কলেজের পড়াশোনা শুরু হয় পুণেতে। কিন্তু মাঝপথেই কলেজ ছেড়ে ঢুকে পড়েন মডেলিং দুনিয়ায়।
২০০৩-এ ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জেতেন তনুশ্রী। ২০০৪-এ মিস ইউনিভার্স প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেছিলেন তিনি। প্রথম ১০ জনের মধ্যেও ছিলেন।
এরপর ২০০৫-এ ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধে ‘আশিক বনায়া আপনে’ দিয়ে বলিউডে যাত্রা শুরু। সুপার হিট হয়েছিল সেই ছবি।
শুধু মডেলিং বা অভিনয়ই নয়,নাচ-গান দু’টিতেই পারদর্শী তনুশ্রী ‘আশিক বনায়া আপনে’র পরও বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। কিন্তু বলিউডে নিজের জায়গা ধরে রাখতে পারেননি।
ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিয়েছেন গ্ল্যামার দুনিয়া থেকে। মধ্যবিত্ত পরিবারের সাধারণ মেয়ের মতোই জীবন কাটান এখন। সময় কাটাতে ভালবাসেন দেশের বিভিন্ন প্রান্তের নানা আশ্রমে। সূত্র: আনন্দবাজার পত্রিকা