g আশুগঞ্জে ছিনতাই কারীদের হামলায় ম্যানেজার নিহত,মালামাল লুট | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২০শে নভেম্বর, ২০১৭ ইং ৬ই অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ

আশুগঞ্জে ছিনতাই কারীদের হামলায় ম্যানেজার নিহত,মালামাল লুট

AmaderBrahmanbaria.COM
নভেম্বর ১৪, ২০১৭

---

বিশেষ প্রতিনিধি : আশুগঞ্জে ছিনতাইকারীর ছরিকাঘাতে কামাল আহমেদ (৩৫) নামে এক যুবক নিহত ও ভ্যানচালক নাসির আহত হয়েছে।মঙ্গলবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাহাদুরপুর এলাকায় এঘটনা ঘটে।নিহত কামাল হবিগঞ্জ সোয়ারগাও গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে এবং।এসময় ছিনতাইকারীরা ৭০টি প্লাস্টিক দরজা,এন্ড্রয়েট ২টি মোবাইল সেটসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল ও একটি পিকআপভ্যান লুট করে নিয়ে যায়।পুলিশ মঙ্গলবার বিকালে সদর উপজেলার সাদেকপুর গ্রামের রাস্তার উপর থেকে পিকআপ ভ্যানটি পরিত্যাক্ত অবস্থায় উদ্বার করেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূএে জানা যায়,হবিগঞ্জ শহরের দেওয়ান এন্টারপ্রাইজের ম্যানেজার মোঃ কামাল সোমবার রাতে ঢাকা থেকে ৭০টি প্লাস্টিক দরজা একটি পিকআপ ভ্যানে করে হবিগঞ্জ নিয়ে যাচ্ছিল।মঙ্গলবার রাত আনুমানিক ৩টায় দিকে পিকআপ ভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ  বাহাদুরপুর এলাকায় আসলে একটি সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে ৪/৫জন  ছিনতাইকারী তাদের গাড়ি গতিরোধ করে।পরে ভ্যানটি উপজেলার বাহাদুরপুর-তালশহর সড়কের মাঝামাঝি স্থানে নিয়ে যায়।সেখানে কামাল ও ভ্যান চালক নাসিরকে গাড়ী থেকে নামিয়ে তাদের কাছে থাকা ২টি মোবাইল সেটসহ সব কিছু হাতিয়ে নেয় ছিনতাইকারীরা।এসময় ছিনতাইকারীরা কামালকে বুকে ২টি ছরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে এবং চালক নসির আহত অবস্থায় দৌড়ে পালিয়ে গেলে মালামালসহ পিকআপ ভ্যানটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।মঙ্গলবার ভোর রাতে বাহাদুরপুর-তালশহর সড়কে পুলিশ টহল দেয়ার সময় সড়কের উপরে পড়ে থাকা অবস্থায় কামালের লাশ উদ্বার করা হয়।পরে জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।বাহাদুরপুর গ্রামের একটি চাতালকলের মাঠ থেকে ভ্যান চালক নাসিরকে উদ্বার করা হয়।

 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান,নিহতের পিতা আব্দুল হাই মিয়া বাদী ৫জনকে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ রাস্তার উপর থেকে কামালের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিত্যাক্ত অবস্থায় ছিনতাই হওয়া পিকআপ ভ্যানটি উদ্বার করা হয়েছে।বাকী মালামাল উদ্বার ও অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

  • ১৪ বছরের রেকর্ড ভেঙে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা
  • মেসিকে থাকার অনুরোধ জানিয়ে প্রেসিডেন্টের ফোন
  • ১০০ কোটির ঘরে ‘জয় লাভা কুসা’
  • নতুন দল করছেন বিদিশা?
  • এ বছর সর্বাধিক আয় করেছেন যে ১০ সঙ্গীত তারকা
  • মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়ায় জনপ্রশাসন পদক-২০১৭ পেলেন জান্নাতুল ফেরদৌস
  • বাংলাদেশে ফেসবুক ব্যবহারের নিয়ম-কানুন ঘোষণা করল সরকার
  • ইমো, ভাইবারে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নেই: তারানা
  • সাময়িক সমঝোতায় ‘ব্র্যাঞ্জেলিনা’
  • হিন্দুকে বিয়ে করায় প্রিয়ঙ্কার দিদাকে সমাধিস্থ করতে দেয়নি চার্চ
  • কোপা আমেরিকার ৪৪তম আসরে