লজ্জার রেকর্ড, এক ম্যাচেই প্রায় দেড়শ ওয়াইড!
---
স্পোর্টস ডেস্ক : খবরটা শুনে যে কেউ চমকে যেতে পারে। এক ম্যাচে প্রায় দেশড় ওয়াইড বল হয়েছে! হ্যাঁ, তাই হয়েছে গতকাল বুধবার ভারতীয় একটি নারী ক্রিকেট টুর্নামেন্টে। এই লজ্জার রেকর্ড হয়েছে দেশটির অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট টুর্নামেন্টে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গতকাল ভারতের ঝাড়খণ্ডের ধানবাদে বিসিসিআই অনূর্ধ্ব-১৯ নারী ওয়ানডে ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিল নাগাল্যান্ড ও মণিপুর। সে ম্যাচে দুই দলের ক্রিকেটাররা ১৩৬টি ওয়াইড বল করেছেন। মণিপুরের খেলোয়াড়রা দিয়েছেন ৯৪টি এবং নাগাল্যান্ডের ক্রিকেটাররা ৪২টি ওয়াইড বল করেন।
অবশ্য নাগাল্যান্ড ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে, ১১৭ রানে। তারা প্রথমে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ২১৫ রান করে। জবাবে ৯৮ রানেই অলআউট হয়ে যায় মণিপুর।
আন্তর্জাতিক ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ ৪৩টি ওয়াইড বল হয়েছে ১৯৯৯ সালে পাকিস্তান ও স্কটল্যান্ড ম্যাচে। সে ম্যাচে পাকিস্তানের বোলাররা দিয়েছিলেন ১৪টি ওয়াইড। আর স্কটল্যান্ডের বোলাররা ২৯টি। আন্তর্জাতিক ক্রিকেটের এই লজ্জার রেকর্ডকে এবার ছাড়িয়ে গেছে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে!