আখাউড়ায় সরকারি গাড়িতে মাদক পাচারের ঘটনায় ড্রাইভার গ্রেফতার
---
বিশেষ প্রতিনিধি : আখাউড়ায় কৃষি মন্ত্রণালয়ের সরকারি গাড়িতে করে ১৫০ বোতল ফেন্সিডিল পাচারের ঘটনায় পলাতক গাড়ির ড্রাইভার কামরুল হাসান(৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত চালক কামরুল ইসলাম ময়মনসিংহ জেলার সদর বয়রা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে রাতে গাজীপুর চন্দনা থেকে তাকে গ্রেফতার করা হয়, তবে তার সহযোগিরা এখনো পলাতক থাকায় পুলিশ তাদের কে খুজছে।
আখাউড়া থানার (ওসি) মো:মোশারফ হোসেন তরফদার আটকের সত্যতা নিশ্চিত করেন ও বলেন, বিজ্ঞ আদালতে সে স্বীকারোক্তি মূলক জবান বন্দি পেশ করেন।
উল্লেখ্য, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে আখাউড়া উপজেলার উত্তর ইউপির আমোদাবাদ এলাকায় একটি সরকারী গাড়ীতে করে মাদক পাচার হচ্ছে পরে আখাউড়া থানা পুলিশের একটি টহল দল সেখানে অবস্থান নেয় পুলিশ সিগন্যাল দিলে গাড়িটি দ্রুতগতিতে পালাতে থাকে, পুলিশও ওই গাড়িটির পিছু ধাওয়া করে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি থেমে যায়। এসময় চালকসহ তার এক সহযোগী গাড়িটি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়, এসময় পুলিশ গাড়ীতে থাকা ১৫০ বোতল ফেন্সিডিলসহ গাড়ীটি জব্দ করে। এই গাড়ীতে কৃষি মন্ত্রনালয় গবেষনা ইনষ্টিটিউট এর নেমপ্লেট লাগানো ছিল।