উড্ডয়নের পর বিমানের চাকা খুলে পড়ল জমিতে

---
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুর বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের চাকা খুলে জমিতে পড়ে যায়। পরে ওই অবস্থায় বিমানটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বুধবার সকালে এ ঘটনা ঘটে।
সৈয়দপুর বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিমান পাইলট ও ক্রুসহ ৬৭ যাত্রী নিয়ে রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করে। পরে ৩০ ফুট উপরে উঠলে বিমানের পেছনের ডান চাকাটি খুলে পাশের জমিতে পড়ে। এ অবস্থায় বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
এদিকে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, চাকা খুলে যাওয়া বিমানটি সকাল পৌনে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নিরাপদে অবতরণ করে।
তিনি আরও জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে তা অনুসন্ধান শেষে বিস্তারিত জানা যাবে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।


রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাচ্ছেন সব দেশের কূটনৈতিক ও রাষ্ট্রদূতরা
সুন্দরবনে বন্দুকযুদ্ধে বনদস্যু বাহিনীর ২ সদস্য নিহত : ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
বাংলাদেশি দুই জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ !