এবার ট্যাক্সি চালাবেন সৌদি নারীরা
---
আন্তর্জাতিক ডেস্ক : এবার ট্যাক্সি চালাতে যাচ্ছেন সৌদি নারীরা। তবে এর জন্য তাদেরকে আগামী বছরের জুন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ইতিমধ্যে অবশ্য কারিম নামের একটি ট্যাক্সি প্রতিষ্ঠান এক লাখ নারী ট্যাক্সি চালক নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই।গত মাসে প্রথমবারের মতো নারীদের গাড়ি চালানোর অনুমতিসংক্রান্ত একটি আদেশ জারি করেন বাদশাহ সালমান। ওই সময় সৌদি প্রেস এজেন্সি জানিয়েছিল, নারীদের গাড়ি চালানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ৩০ দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করবে। আদেশটি ২০১৮ সালের জুন থেকে কার্যকর হবে।
চলতি সপ্তাহে ট্যাক্সি সেবা দানকারী প্রতিষ্ঠান কারিম উপকূলীয় শহরে তাদের প্রথম নিয়োগ প্রদান পর্বে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের আমান্ত্রণ জানিয়েছিল।
প্রতিষ্ঠানটির মুখপাত্র মুরতাধা আলালউই জানিয়েছেন, আগামী জুনে তাদের প্রতিষ্ঠানের অ্যাপসে ‘কাপতিনাহ’ নামে একটি বাটন যুক্ত করতে যাচ্ছেন। এতে আরোহীর নারী চালক বাছাইয়ের সুযোগ থাকবে।
ওই মুখপাত্র আরো জানিয়েছেন, তারা এখনই এ ব্যাপারে কোনো চূড়ান্ত পদক্ষেপ নেবেন না। আগামী জুনে নারী চালকদের ব্যাপারে সরকারের পূর্নাঙ্গ নীতিমালা প্রকাশিত হওয়ার পর তারা সব কিছু চূড়ান্ত করবেন।