g ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৩৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৭ই অক্টোবর, ২০১৭ ইং ২রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে ৩৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১২, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামে অতিবৃষ্টির ফলে বন্যা ও ভূমিধসে ৩৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ২১ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন ৪০ জন।

ভিয়েতনামের বিপর্যয় মোকাবেলা দপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় প্রায় ১ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১৬ হাজার ৭৪০ বাড়ি এখনও পানিতে ডুবে আছে। দেশের কেন্দ্রীয় ও উত্তর দিকে পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ফসল।

এদিকে, দেশের উত্তরে হোয়া বিনহ প্রদেশ থেকে ১১ জনেরর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ২১ জন। ধসের ফলে ৪টি পরিবারের বাড়ি ভেঙে পড়েছে। বৃহস্পতিবার যখন সবাই ঘুমোচ্ছিল, তখন আচমকাই ধস নামে। এতে ঘটনাস্থলেই মারা যায় ৬ জন।

নিখোঁজ হন ১২ জন। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। উত্তরে নিনহ বিনহ প্রদেশে ২ লাখ মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

দেশের উত্তর ও মধ্যভাগে এখনও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার দক্ষিণ চীন থেকে ভিয়েতনামের দিকে ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। ফিলিপাইনেও দুর্যোগের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর