g প্রিয়নবী (সা.) এর হাঁটা-চলা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৭ই অক্টোবর, ২০১৭ ইং ২রা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

প্রিয়নবী (সা.) এর হাঁটা-চলা

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১২, ২০১৭
news-image

---

ইসলাম ধর্ম ডেস্ক : নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাল-চলনে ছিল বিনয়ীভাব। অহংবোধের লেশ মাত্র ছিল না তাঁর চরিত্রে। বরং তিনি ছিলেন, উত্তম চরিত্রের আধার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতায় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন অগণন কাফের।

ইবরাহীম ইবনে মুহাম্মাদ (রা.) থেকে বর্ণিত,তিনি বলেন, আলী (রা.) যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চরিত্র ও বৈশিষ্ট্য বর্ণনা করতেন তখন বলতেন, তিনি যখন পথ চলতেন তখন পা তুলে এমনভাবে চলতেন যে, মনে হতো তিনি যেন উচু স্থান হতে নিচে অবতরণ করছেন। (শামায়েলে তিরমিজি : ৯৪)

আলী ইবনে আবু তালিব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন পথ চলতেন তখন সামনের দিকে এমনভাবে ঝুঁকে হাটতেন, মনে হতো তিনি যেন কোন উঁচু স্থান হতে নিচে অবতরণ করছেন। (শামায়েলে তিরমিজি : ৯৫)

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দম্ভভরে হাঁটতেন না। বরং সামনের দিকে ঝুকে হাঁটতেন। এতে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিনয়ের বর্হিপ্রকাশ।