g বিধবা বিয়ে করলে পুরস্কার ২ লাখ রুপি! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৯শে অক্টোবর, ২০১৭ ইং ৪ঠা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

বিধবা বিয়ে করলে পুরস্কার ২ লাখ রুপি!

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ৯, ২০১৭
news-image

---

আন্তর্জাতিক ডেস্ক : বিধবা বিয়ে করলেই পাওয়া যাবে ২ লাখ রুপি পুরস্কার। বিধবা বিয়ের উৎসাহ দিতেই ভারতের মধ্যপ্রদেশের সামাজিক ন্যায়বিচার বিভাগ এ ঘোষণা দিয়েছে।

১৮৬৫ সালের বিধবা বিয়ের আইনের পর এটাই প্রথম উদ্যোগ। এই প্রকল্প বাস্তবায়ন হলে প্রতি বছরে এক হাজার বিধবা বিয়ে হবে আশা করছে মধ্যপ্রদেশ সরকার।

জুলাই মাসে, বিধবা বিয়ের উৎসাহ দিতে কেন্দ্রীয় সরকারকে একটি নীতিমালা প্রণয়নে নির্দেশনা দেন ভারতের সুপ্রিমকোর্ট। এ নির্দেশনা বাস্তবায়ন করতেই এই পুরস্কারের ঘোষণা দিল রাজ্যটি।

এ প্রকল্প বাস্তবায়নে বছরে ২০ কোটি রুপি বরাদ্দ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়ে মন্ত্রিসভায় তোলা হবে চূড়ান্ত প্রকল্প।

এই প্রকল্পের অপব্যবহার রোধে কিছু শর্তারোপ করা হয়েছে।

শর্তগুলো হচ্ছে- বিধবাকে যে বিয়ে করবে তাকে অবিবাহিত হতে হবে। আর তার বয়স হতে হবে ১৮-৪০ বছর। এছাড়া বিয়েটা অবশ্যই জেলার কালেক্টরটে নথিভুক্ত হতে হবে।

এ জাতীয় আরও খবর