চলচ্চিত্র ফোরাম হবে কিন্তু প্রাধান্য পাবে শিল্পী সমিতি : ওমর সানি
---
বিনোদন প্রতিবেদক : ‘চলচ্চিত্র ফোরাম গঠিত হচ্ছে, হবে ইনশাল্লাহ। কিন্তু আমার কাছে সবার আগে শিল্পী সমিতি প্রাধান্য পাবে। এই কথাটা আমি সবাইকে বলছি। সমিতি কারো পার্টিকুলার একার নয়। শিল্পী সমিতির আমাদের সবার প্রাণের সংগঠন।’
শুক্রবার বিকেলে শিল্পী সমিতির অফিসে বসে জায়েদ খান ও শাকিবকে পাশে নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই বলেন শিল্পী সমিতির সাবেক সহ-সভাপতি ওমর সানি। তিনি বলেন, ‘চলচ্চিত্র ফোরাম আমাদের সার্বিক চলচ্চিত্রে উন্নয়নের জন্য গঠিত হবে। কিন্তু আমরা সবাই সবার জন্য আছি। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।’
ওমর সানি বলেন, ‘শিল্পী সমিতি হচ্ছে আমাদের সমিতি। আমার এই সমিতির প্রতি শুভেচ্ছা থাকলো। আমি চাইবো শিল্পী সমিতি যেন চলচ্চিত্রে নাম্বার ওয়ান সমিতি হিসেবে থাকে।’
তিনি আরও বলেন, ‘এখন হানাহানি বন্ধ করে আমাদের চলচ্চিত্রের জন্য কাজ বাড়াতে হবে। এটা মানতে হবে। চলচ্চিত্র বাঁচাতে হলে কাজ বাড়ানো ছাড়া বিকল্প নেই। যারা নেতৃত্বে আছেন তাদের বলতে চাই, আসুন সবাই মিলেমিশে কাজ করি। একদিন আমরা কেউ থাকবো না, বেঁচে থাকবে আমাদের কাজগুলো।’
গেল মে মাসে শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ খান প্যানেলের কাছে নির্বাচনে পরাজিত হয় ওমর সানি-অমিত হাসান প্যানেলে। হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত ওমর সানিকে পরাজিত করে সভাপতি হিসেবে জয় লাভ করেন মিশা সওদাগর।
এরপর দলাদলি করে দু’পক্ষের মধ্যে সৃষ্টি হয় মনোমালিন্য। এই মন কষাকষিতে ঘি ঢালে যৌথ প্রযোজনার ইস্যু। যার প্রেক্ষিতে গঠিত হতে যাচ্ছে চলচ্চিত্রে নতুন সংগঠন চলচ্চিত্র ফোরাম। শোনা যাচ্ছে, নতুন এই সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থাকছেন ওমর সানি। আগামী ২ অক্টোবর এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানা গেছে।
একটি ইন্ডাস্ট্রির ভেতরে চলচ্চিত্রের সংশ্লিষ্ট সকল মানুষদের জন্যই রয়েছে আলাদা আলাদা কার্যকরী বেশ কিছু সংগঠন। যেখানে শিল্পী সমিতি অগ্রনী ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিন ধরে। এতোসব সংগঠনের ভেতরে সাংঘর্ষিক ভাবনা থেকে চলচ্চিত্রের নানা মাধ্যমের মানুষদের মিশেলে সৃষ্টি হতে যাওয়া ‘চলচ্চিত্র ফোরাম’ কতোটা যৌক্তিক সিদ্ধান্ত সে নিয়ে কিছু বলেননি ওমর সানি।
তবে বিষয়টি নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই চলছে বেশি চলচ্চিত্রের কারখানা এফডিসি ও চলচ্চিত্রের আরৎ বলে খ্যাত কাকরাইলপাড়ায়। ঘুরে ফিরে আসছে অনেক প্রশ্নও। তার উত্তর জানতে চলছে সময়ের অপেক্ষা। জাগো নিউজ