g ব্রাহ্মণবাড়িয়া বই মেলা শুরু | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া বই মেলা শুরু

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১৬, ২০১৭

---

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ।

উদ্বোধন শেষে হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে তুষার আবদুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা ক্লাসে ক্লাসে বুক ক্লাব গড়ে তোল। এর মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। বই পড়ার অভ্যাস গড়ে উঠবে।

সভায় আরো বক্তব্য রাখেন-আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, অনন্যা প্রকাশনীর প্রকাশক মমিনুল হক, সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।

অনুষ্ঠানে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবং আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেলা সকাল ১০টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত খোলা থাকবে। এতে ১০টি স্টল অংশ নেয়। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে।

এ জাতীয় আরও খবর