তামিমের ছুটির গুঞ্জন উড়িয়ে দিলেন প্রধান নির্বাচক
---
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় আসন্ন সিরিজের টেস্ট মিশন থেকে সাকিব আল হাসান ইতোমধ্যে ছুটি নিয়েছেন। হঠাৎই গুঞ্জন ওঠে তামিমও ছুটিতে যাচ্ছেন ওয়ানডে সিরিজ থেকে। পাকিস্তানের বিশ্ব একাদশের হয়ে খেলা শেষ করে এসেই নাকি বিসিবির কাছে সে বিষয়ে আবেদন করবেন তাও শুনা গিয়েছিল। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
বৃহস্পতিবার নান্নু সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে কোনও ধারণা নেই। আমরা যে দল নির্বাচন করেছি, সেই দল পুরো সফরের জন্য যাচ্ছে। ওয়ানডে দল আমরা টেস্টের মধ্যে ঘোষণা করব। তামিমও আমাদের এরকম কিছু বলেনি।’
সাকিবকে ছাড়াই ১৬ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওয়ানা হবে বাংলাদেশ দল। টেস্ট দলে না থাকায় আপাতত সাকিব যাচ্ছেন না দলের সঙ্গে। এ অবস্থায় বিশ্বসেরা অলরাউন্ডারের অভাব কতটা বোধ করছেন- প্রশ্ন করা হলে নান্নু বলেন, ‘অবশ্যই, অভাব কাজ করবে। খেলোয়াড়দের কোনো জায়গায় ফাঁক-ফোকর থাকলে, সবার মধ্যে এ উদ্দীপনা অবশ্যই আসবে যে সাকিব নেই। তখন সবাই চেষ্টা করবে এই ঘাটতি পুষিয়ে নেওয়ার। সেই হিসেবে মনে করি, খেলোয়াড়রা যথেষ্ট আত্মবিশ্বাসী। ভালো ক্রিকেট খেলার জন্য মুখিয়ে আছে তারা।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অতীতে খুব ভাল নয়। তবে বাংলাদেশ ৯ বছর পর সে দেশ সফর করছে। এতোদিনে অনেককিছুই বদলে গেছে উল্লেখ করে প্রধান নির্বাচক বলেন, ‘৯ বছর আগের ও এখনকার ক্রিকেটের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এখন দল অনেক পরিণত, অনেক বেশি টেস্ট খেলেছে। পাশাপাশি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছে। গত কয়েক বছরে আমরা অনেক ভালো ভালো খেলোয়াড় পেয়েছি। টেস্ট ক্রিকেটে গত এক বছরের ধারাবাহিকতায় আমরা আত্মবিশ্বাসী যে ভালো কিছু হবে।’