g রাতে লড়াইয়ে নামছে বিশ্ব একাদশ ও পাকিস্তান | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ১৫ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ৩১শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

রাতে লড়াইয়ে নামছে বিশ্ব একাদশ ও পাকিস্তান

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১২, ২০১৭
news-image

---

বিশ্বের বিভিন্ন দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে গড়া আন্তর্জাতিক একাদশের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে আজ মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) রাতে মোকাবিলা করবে স্বাগতিক পাকিস্তান। লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা শুরু হবে। এই ম্যাচের মধ্য দিয়ে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আসর বসানোর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।
২০০৯ সালের এপ্রিলে লাহোরো শ্রীলঙ্কান টিম বাসের ওপর সন্ত্রাসী হামলার পর দেশটি থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। অবশেষে বহু চেষ্টা-তদবিরে প্রায় সাড়ে ৮ বছর পর পাকিস্তানে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট।
এদিকে পাকিস্তানের ‘ডন’ জানিয়েছে, এই সিরিজকে কেন্দ্র করে পাকিস্তানের লাহোরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি শেষ মুহূর্তে সাজগোজে ব্যস্ত আয়োজকরা।
আইসিসির প্রকাশিত লাহোরের প্রস্তুতির ছবিতে দেখা গেছে, নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে লাহোর শহর। শহরের গুরুত্বপূর্ণ স্থানে ঝুলছে বাংলাদেশের তামিম ইকবালসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকা খেলোয়াড় খচিত বিলবোর্ড। বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি।
এঙ্গলবার প্রথম ম্যাচে আইসিসি এলিট প্যানেলে থাকা আম্পায়ার আলিম দার থাকবেন অন্যতম আম্পায়ার। আইসিসির এমিরেটস ইন্টারন্যাশনাল প্যানেলের আহসান রাজা অপর আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের শোজাব রাজা থাকবেন টিভি আম্পায়ারের দায়িত্বে। দ্বিতীয় ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আহমেদ শাহাব এবং শোজাব রাজা। আহসান রাজা থাকবেন টিভি আম্পায়ার। সিরিজের শেষ ম্যাচটি পরিচালনা করবেন আহসান রাজা এবং শোজাব রাজা। আহমেদ শাহাব থাকবেন টিভি আম্পায়ারের দায়িত্বে। প্রথম ম্যাচের পর আলিম দার থাকবেন না, কারণ তিনি আইসিসি এলিট প্যানেলের একটি ওয়ার্কশপে যোগ দিতে দুবাই চলে যাবেন।
বিশ্ব একাদশ স্কোয়াড : ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, তামিম ইকবাল, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, ডেভিড মিলার, গ্রান্ট এলিয়ট, টিম পেইন, থিসারা পেরেরা, ইমরান তাহির, ড্যারেন স্যামি, মরনে মরকেল, স্যামুয়েল বদ্রি।

এ জাতীয় আরও খবর

  • জোহানেসবার্গে শ্বাসরুদ্ধকর ড্র
  • তামিমের পর ফিরলেন সাকিবও : বাংলাদেশ ১৯০/৫
  • সাকিব-তামিমে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশসাকিব-তামিমে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
  • শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়াশেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া
  • বাংলাদেশ সফর বাতিল করে দিতে পারে অস্ট্রেলিয়া !
  • তামিমের পর ফিরেছেন ইমরুলও
  • ২১৭ রানে অল-আউট অস্ট্রেলিয়া২১৭ রানে অল-আউট অস্ট্রেলিয়া
  • দ্বিতীয় দিনের শুরুতেই স্মিথকে সাজঘরে : অস্ট্রেলিয়া ৫৭/৪দ্বিতীয় দিনের শুরুতেই স্মিথকে সাজঘরে : অস্ট্রেলিয়া ৫৭/৪
  • লঙ্কায় সুনামি বইয়ে দিলেন হার্দিক পাণ্ডিয়া !লঙ্কায় সুনামি বইয়ে দিলেন হার্দিক পাণ্ডিয়া !
  • সমঝোতায় দু’পক্ষ : বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়াসমঝোতায় দু’পক্ষ : বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া
  • রোমাঞ্চকর ক্লাসিকোতে বার্সার জয়রোমাঞ্চকর ক্লাসিকোতে বার্সার জয়
  • সেরা বাঙালির সম্মান পেলেন মাশরাফিসেরা বাঙালির সম্মান পেলেন মাশরাফি