g টেস্ট র‌্যাংকিংয়ে আটে বাংলাদেশ! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৩রা সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

টেস্ট র‌্যাংকিংয়ে আটে বাংলাদেশ!

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩০, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। আর বুধবার ঢাকা টেস্টে একদিন হাতে রেখে রোমাঞ্চকর এ জয় পাওয়ায় র‍্যাংকিংয়ে এগিয়ে গেছে বাংলাদেশ। টেস্ট র‍্যাংকিংয়ে আট নম্বরে উঠে এসেছে টাইগাররা।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটের টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৯। রেটিং পয়েন্ট ছিল ৬৯। অন্যদিকে অস্ট্রেলিয়ার অবস্থান ৪। তাদের রেটিং পয়েন্ট ১০০।

টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের উপরে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে সেই স্থান দখল করেছে বাংলাদেশ। চলতি এ সিরিজে বাংলাদেশ জিতলে র‌্যাংকিংয়ে এগিয়ে যাবে এমন সংবাদ আগেই জানিয়েছিল ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

মিরপুর স্টেডিয়ামে আজ বুধবার অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হাতে রেখে ১৫৬ রানের টার্গেট নিয়ে খেলতে নামে। কিন্তু জয়ের জন্য ২১ রান বাকি থাকতেই সব উইকেট হারিয়ে ফেলে তারা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

এ জাতীয় আরও খবর