‘আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার স্ত্রী’
---
স্পোর্টস ডেস্ক :শুধু সাকিব আল হাসানকে সামলাতেই ব্যতি-ব্যস্ত থাকতে হয়েছে পুরো অস্ট্রেলিয়া দলকে। বিশ্বসেরা অলরাউন্ডারের স্পিন ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করেছে অজি ব্যাটসম্যানরা। দুই ইনিংস মিলিয়ে সাকিবের ১০ উইকেট। আবার ব্যাট হাতেও প্রথম ইনিংসে বাংলাদেশ প্রাণভোমরা করেছেন ৮৪ রান। বলা যায় সাকিবের কাছেই ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়াও হয়তো একমত হবে। ঢাকা টেস্টে ২০ রানে হার মেনে নেয়ার পর সংবাদ সম্মেলনে সাকিবের নাম বড় করেই বললেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রথম টেস্ট শুরুর আগেও স্মিথ বলেছিলেন, সাকিব তাদের জন্য হুমকি হতে পারে। বাংলাদেশ অলরাউন্ডারই কাল হয়েছে তাদের জন্য। যাকে নিয়ে এত আলোচনা সেই সাকিব কি বলছেন ম্যাচের পর? সাকিব বড় করে বললেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কথা।
অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা। ঠিক কী অনুপ্রেরণা নিয়ে মাঠে নেমেছিলেন? উত্তরে সাকিব জানালেন শিশিরের কথা, ‘আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার স্ত্রী। ও সব সময় উৎসাহ দেয়। এখন মেসেজ করল, আমি এখন ঘুমাতে পারি। আমি প্রেসেন্টেশনেও বলেছি, ওকে বলছিলাম, মনে হয়েছে চান্স খুব একটা নেই। ও বলেছে, তুমি পারবে।’
স্ত্রীকে সব সময়ই অনুপ্রেরণার জায়গা মনে করেন সাকিব। যে কারণে জয়ের কৃতিত্বও শিশিরকে দিচ্ছেন বাংলাদেশ অলরাউন্ডার, ‘কাল রাতে শিশিরের সাথে আমার কথা হচ্ছিলো। আমি বলছিলাম শিশিরকে, ম্যাচটা হয়তো জিততে পারব না। তখন ও আমাকে বলেছে, জেতাতে পারলে তুমিই সেটা পারবে। বলছিল তুমি পাঁচ উইকেট নিয়ে নাও হয়ে যাবে। ওর কথা থেকে অনুপ্রেরণা পেয়েছি। তাকে কৃতিত্ব দিতে হবে।’
শিশিরের কথায় বিশ্বাস ছিল সাকিবের। পাঁচ উইকেট নেয়ার ব্যাপারটিও মাথায় রেখেছিলেন। প্রথমবারের মতো টেস্টে অস্ট্রেলিয়া বধের নায়ক বলেন, ‘ও বলছিল তুমি পাঁচ উইকেট পেলেই হয়ে যাবে। আমি রাতে ঘুমানোর সময় চিন্তা করলাম, আসলেই তো। আমি পাঁচ উইকেট পেলেই তো দলের সুযোগ থাকবে। ওপাশ থেকে আরেক জন দুই উইকেট নিলেই তো সাত-আট উইকেট পড়ে আবে। এই বিশ্বাসটা অনেক গুরুত্বপূর্ণ।’