g বিসিসিতে পশু কোরবানির জন্য ১৭৪ স্থান নির্ধারণ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৪শে আগস্ট, ২০১৭ ইং ৯ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

বিসিসিতে পশু কোরবানির জন্য ১৭৪ স্থান নির্ধারণ

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২১, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : আসান্ন ঈদুল আজহায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩০টি ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য ১৭৪টি স্থান নির্ধারণ করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষের ঘোষিত ওয়ার্ড ভিত্তিক কোরবানির পশু জবাইয়ের এসব নির্ধারিত স্থানের মধ্যে, সর্বোনিম্ন ২ ও ৫ নম্বর ওয়ার্ডে দু’টি করে এবং সর্বোচ্চ ২৬ নম্বর ওয়ার্ডে ১১টি স্থান নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এ তথ্য জনগণকে জানানোর জন্য সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হ্যান্ডবিল, মাইকিং করার প্রস্তুতিও হাতে নেওয়া হয়েছে। এছাড়াও আসন্ন জুমআর নামাযে সংশ্লিষ্ট ওয়ার্ডের মসজিদগুলোর ইমামদের নির্ধারিত স্থানে পশু কোরবানি দেওয়ার জন্য মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন।

বিসিসি সূত্র জানায়, পরিবেশ দূষণরোধে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করার বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিলো। এর ধারাবাহিকতায় গত দুই বছর ধরে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে কোরবানির পশু জবাইয়ের জন্য প্রতিটি ওয়ার্ডে স্থান নির্ধারণ করা হয়। এবারেও সেইভাবে স্থান নির্ধারণ করা হয়েছে। তবে পশু কোরবানির হার বেড়ে যাওয়ায় এবারে গত দুই বছরের থেকে নির্ধারিত স্থানের সংখ্যা বাড়ানো হয়েছে।

এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য নগরের ৩০টি ওয়ার্ডে কাউন্সিলরকে সভাপতি ও সংরক্ষিত আসনের কাউন্সিলরকে সহ-সভাপতি করে ৩০টি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোতে সর্বোনিম্ন ৮ সদস্য ও সর্বোচ্চ ৭ নম্বর ওয়ার্ডে ১৩ সদস্য রয়েছে।
এছাড়াও জনসাধারণকে উদ্বুদ্ধ করতে প্রতিটি ওয়ার্ডের একটি করে নির্ধারিত স্থানকে সিটি করপোরেশনের পক্ষ থেকে সাজ-সজ্জায় সজ্জিত করা হবে। নির্দিষ্টস্থানে পশু জবাই করা হলে বিসিসির কর্মীরা দ্রুত বর্জ্য অপসারণ করে পরিবেশ সুন্দর এবং দূষণমুক্ত রাখতে পারবে বলে জানিয়েছেন সিটি মেয়র আহসান হাবিব কামাল।

এ জাতীয় আরও খবর