দ. কোরিয়া-যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু
AmaderBrahmanbaria.COM
আগস্ট ২১, ২০১৭
---
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর বার্ষিক সামরিক মহড়া সোমবার শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, উল্চি ফ্রিডম গার্ডিয়ান (ইউএফজি) নামের বার্ষিক এই যৌথ সামরিক মহড়া আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে।
জানা গেছে, কম্পিউটারাইজড পদ্ধতিতে পরিচালিত এ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ১৭ হাজার ৫শ’ সেনা অংশ নেবে। এ সংখ্যা গত বছরের চেয়ে কম। গত বছর বার্ষিক এ সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্রের ২৫ হাজার সেনা অংশ নিয়েছিল।
দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ২৮ হাজার ৫শ’ সেনা মোতায়েন রয়েছে। তবে যৌথ এ সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রায় ৫০ হাজার সেনা অংশ নিচ্ছে। গত বছরও তাদের একই সংখ্যক সেনা অংশ নিয়েছিল। সিনহুয়া।