সোমবার, ২৫শে ডিসেম্বর, ২০১৭ ইং ১১ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

ভলাকুট ইউপির উপ-নির্বাচন শেষ মুর্হুতে জমে উঠেছে

AmaderBrahmanbaria.COM
জুলাই ২, ২০১৭

---

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : আগামী ১৩ জুলাই (বৃহস্পতিবার) নাসিরনগর উপজেলা’র ভলাকুট ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন।ফলে শেষ মুর্হুতে ৩ জন চেয়ারম্যান প্রার্থী এখন নির্বাচনের মাঠে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাঁটাচ্ছেন।জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারনা।ভোটাররা ভাবছেন এবারের উপ-নির্বাচনে সৎ-যোগ্য ও ভাল প্রার্থীকে তাঁরা বিজয়ী করবেন।তবে বিএনপি ও আ’লীগ সমর্থিত ভোটার’রা ভাবছেন তাদের স্ব-স্ব প্রার্থী’র বিজয় হবে।তবুও ঘরে বসে নেই স্বতন্ত্র প্রার্থীও।তবে বড় দুই’দলের কাঁটা এখন স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি ও আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী’রা এখন প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।ভলাকুট ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ মনোনীত রুবেল মিয়া (নৌকা),বিএনপির মনোনীত আলহাজ্ব মোঃ ছোয়াব খান(ধানের শীষ)ও স্বতন্ত্র প্রার্থী আরাফাত আলী (আনারস)।ভলাকুট ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।প্রার্থীরা বিরামহীন ভাবে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে গনসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন।ভোট ও দোয়া চেয়ে করছেন কুশল ও শুভেচ্ছা বিনিময়।ইতিমধ্যে ইউনিয়ন জুড়ে ছেয়ে গেছে প্রার্থীদের পোষ্টার।ভোট চেয়ে পথসভা-গনসংযোগ ও মতবিনিময় এবং নির্বাচনী সভা করছেন।চলছে ভোট প্রার্থনা।তবে স্বতন্ত্র প্রার্থী কোন ভাবেই ছাড় দিতে রাজি নয়।ফলে আওয়ামীলীগ ও বিএনপির এবং স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে বিপাকে পড়েছেন ভোটারগন।বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী’র পক্ষে তৃনমূলের নেতাকর্মীরা বিপুল ভোটে জয়লাভের স্বপ্ন দেখছেন।আর আ’লীগ সমর্থিত নেতাকর্মী ও ভোটাররা ভাবছেন ভিন্নকথা তাঁরা বলছেন বিপুল ভোটে ব্যবধানে ঘরের বিজয় নিয়েই আ’লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হবেন।আর স্বতন্ত্র প্রার্থী ভাবছেন বিএনপি ও আ’লীগের মাঝ থেকে এলাকা ভিত্তিক ভোট পেয়ে তিনি বিজয়ী হবেন।তবে ৩ প্রার্থী’ই জয়লাভের স্বপ্ন দেখছেন।শেষ পর্যন্ত নির্বাচনী প্রতিযোগিতায় ভলাকুট ইউনিয়নে ‘ত্রিমুখী লড়াই’য়ের সম্ভাবনা রয়েছে।নির্বাচনকে ঘিরে এলাকায় পাড়া.মহল্লা,দোকানপাঠে ব্যানার পোষ্টালে ছেয়ে গেছে।ফলে ভলাকুট ইউনিয়নে শেষ পর্যন্ত জমে উঠেছে নির্বাচনী প্রচারনা।এলাকার হাট-বাজার পথ-ঘাটে দলীয় দুই প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে শুরু হয়েছে শেষ মুর্হুতের হিসাব নিকাশ। ৩ প্রার্থীকে নিয়ে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের উপ-নিবার্চন হবে আগামী ১৩ জুলাই। ৩জন প্রার্থীই সুষ্ঠু ও নিরেপক্ষভাবে নির্বাচনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।
উপজেলা নিবার্চন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন,ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও ৩টি ওয়ার্ডের সদস্য পদে উপ নির্বাচন ‘১৩ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।ভলাকুট ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ২৯৭ জন।এরমধ্যে পুরুষ ভোটার ৯৪৭২ জন ও মহিলা ভোটার ৮৮২৫ জন।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী জানান,ভলাকুট ইউপিসহ ৩টি ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সর্ম্পন্ন করতে প্রশাসন সকল ধরণের প্রস্তÍতি গ্রহন করেছে।তবে সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জাফর জানান,কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।
উল্লেখ্য,ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ জুয়েলে এক সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় চেয়ারম্যান পদটি ও ধরমন্ডল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সদস্য নাজির মিয়া,গুনিয়াউক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য শহীদ মিয়া ও কুন্ডা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সদস্য মেবারক হোসেনের মুত্যৃতে শূন্য হয়।

এ জাতীয় আরও খবর

  • খুশকি দূর করার ৯টি টিপসখুশকি দূর করার ৯টি টিপস
  • দুই দলের প্রস্তাবে যা আছে-দুই দলের প্রস্তাবে যা আছে-
  • খালেদার সঙ্গে দেখা করবেন ব্রিটিশ হাইকমিশনারখালেদার সঙ্গে দেখা করবেন ব্রিটিশ হাইকমিশনার
  • টুইটারের চেয়েও দামিটুইটারের চেয়েও দামি
  • রাজধানীর বাজারে ইলিশের দামে স্বস্তিরাজধানীর বাজারে ইলিশের দামে স্বস্তি
  • ইরাকি প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে আইএসের গুলিইরাকি প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে আইএসের গুলি
  • লস অ্যাঞ্জেলেসে রেস্তোরাঁয় গুলিতে নিহত ৩লস অ্যাঞ্জেলেসে রেস্তোরাঁয় গুলিতে নিহত ৩
  • সরাইল ও নাসিরনগরে বজ্রপাতে নিহত-১, দগ্ধ-৩
  • শাহজালালে ২০ কেজি স্বর্ণসহ আটক ৪শাহজালালে ২০ কেজি স্বর্ণসহ আটক ৪
  • ইমপ্রেসের ছবিতে অপু বিশ্বাসইমপ্রেসের ছবিতে অপু বিশ্বাস
  • আত্মপ্রত্যয়ী মাহিআত্মপ্রত্যয়ী মাহি
  • দেশে সংখ্যালঘু বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রীদেশে সংখ্যালঘু বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী