পৃথিবীর মতো ১০টি পাথুরে গ্রহ পেয়েছে : নাসা
---
অনলাইন ডেস্ক : পৃথিবীর মতো নতুন ১০টি পাথুরে গ্রহ বা ‘রকি প্ল্যানেট’ আবিষ্কারের ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই আবিষ্কার মহাবিশ্বের অন্যান্য স্থানে জীবনের অস্তিত্ব খোঁজার ক্ষেত্রে একটি ‘তাৎপর্যপূর্ণ সংযোজন’ বলেও অভিহিত করে তারা।
আমাদের সৌরজগতের বাইরে ২১৯টি সম্ভাব্য নতুন গ্রহ আবিষ্কারের ঘোষণা দেয় নাসা। এদের মধ্যে ১০টি পৃথীবির মতো ‘রকি’ এবং তা তাদের সৌর জগতের ‘গোল্ডিলক্স জোন’ এ অবস্থিত।
পৃথিবী, মঙ্গল, বৃহস্পতির মতো আমাদের সৌর জগতের গ্রহগুলি ছাড়াও আরও অনেক গ্রহ রয়েছে অন্য সৌরজগতে। এই গ্রহগুলো কোন তারা বা নক্ষত্রকে ঘিরে আবর্তিত হয়।
এই গ্রহগুলো যে খুব নিকট থেকে তার তারা বা নক্ষত্রকে ঘিরে আবর্তিত হচ্ছে না বলে খুব উত্তপ্ত নয় এবং খুব বেশি দূরে নয় বলে খুব ঠান্ডাও নয়। তাই পানি থাকার জন্য উপযোগী । পানির উপস্থিতিকে প্রাণের অস্তিত্বের ক্ষেত্রে প্রধান বিষয় বলেই ধরে নেওয়া হয়।
এক টুইটে নাসা জানায়, মহাকাশ পর্যবেক্ষণকারী নাসাকেপলার বিজ্ঞানীরা ২১৯টি সম্ভাব্য নতুন বিশ্ব চিহ্নিত করেছে!
নতুন আবিষ্কারের পর কেপলার স্পেস টেলিস্কোপ আমাদের সৌর জগতের বাইরে সম্ভাব্য গ্রহ আবিষ্কার করেছে ৪ হাজারেরও বেশি।