আবগারি শুল্ক নিয়ে সিদ্ধান্ত ২৮ জুন
---
ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক হার, মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক হার কমানোর বিষয়ে আগামী ২৮ জুন সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের লভ্যাংশ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ভ্যাট আইনের পরিবর্তন নিয়ে সংসদে আলোচনা চলছে। ২৮ জুন প্রধানমন্ত্রী এ নিয়ে কথা বলবেন। আবগারি শুল্কের হারে কিছু পরিবর্তন আনার বিষয়টি নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
গত সোমবার প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট বিষয়ে আলোচনার জন্য অর্থমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের নীতি নির্ধারক পর্যায়ের মন্ত্রী ও সচিবদের নিয়ে আলাদা বৈঠক করেন। বৈঠকে ভ্যাট আইনে পরিবর্তন আনার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। – তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি