g রাষ্ট্রপতি প্রার্থী চা বিক্রেতা! | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৫ই অক্টোবর, ২০১৭ ইং ৩০শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি প্রার্থী চা বিক্রেতা!

AmaderBrahmanbaria.COM
জুন ১৭, ২০১৭
news-image

---

অনলাইন ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি পদে লড়াই করতে চলেছেন আনন্দ সিং কুশওয়াহা নামে ভারতের মধ্যপ্রদেশের এক চা বিক্রেতা। এটাই প্রথমবার নয়, এ নিয়ে চতুর্থবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন তিনি। এ পর্যন্ত ৩০ বার ভোটে হারলেও থমকে যাননি তিনি।

ভারতের গোয়ালিয়রের এই চা বিক্রেতা ১৯৯৪ সাল থেকে ভোটে লড়ে চলেছেন। এর আগে ভাইস-প্রেসিডেন্ট পদের জন্যও লড়াই করেছেন তিনি। আনন্দ সিং কুশওয়াহা জানিয়েছেন, তিনি নিয়মিত বিধায়ক ও সাংসদদের সঙ্গে যোগাযোগ রাখেন। এবার তিনি আশা করছেন যে অনেক ভোট পাবেন।

আনন্দ সিং জানান, ২০১৩-র অ্যাসেম্বলি ইলেকশনে কুশওয়াহা ৩৭৬ টি ভোট পান। ২০১৪-র লোকসভা নির্বাচনের সময় তিনি নিজের ১০ হাজার টাকার সম্পত্তি ও ৫ হাজার টাকা নগদ ঘোষণা করেন। গাড়ি কেনার সামর্থ্য নেই, তাই পায়ে হেঁটেই প্রচার সারেন তিনি।

নির্বাচনের সময় তার স্ত্রী চায়ের দোকান চালান বলেও জানান রাষ্ট্রপতি প্রার্থী আনন্দ সিং কুশওয়াহা।

এ জাতীয় আরও খবর