ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন

---
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থেকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে থেমে থেমে ধীর গতিতে যানবাহন চলছে। শনিবার সকালে এ দৃশ্য দেখা গেছে।
চন্দ্রাগামী যাত্রী পলাশ চন্দ্র জানান, তিনি সকাল ৭টায় ভোগড়া বাইপাস মোড় থেকে চন্দ্রা যাওয়ার উদ্দেশে বাসে ওঠেন। সকাল নয়টা পর্যন্ত তিনি মৌচাক পর্যন্ত যেতে পেরেছেন।
সালনা হাইওয়া থানার ওসি হোসেন সরকার জানান, কালিয়াকৈরের বংশাই ব্রিজে রাত তিনটা পর্যন্ত মেরামতের কাজ চলেছে। ওই এলাকায় যানবাহন এক লেনে চলার কারণে চন্দ্রা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। এজন্য থেমে থেমে ধীর গতিতে যানবাহন চলছে। তবে কোথাও গাড়ি একেবাড়ে দীর্ঘক্ষণ থেমে নেই।
তিনি আরো জানান, মহাসড়কে চার লেনের কাজ চলছে। বাম দিকে কর্দমাক্ত থাকায় বড় গাড়িগুলো এক লাইন দিয়ে চলছে। ফলে গাড়ির লাইন দীর্ঘ হয়েছে। তবে এ পরিস্থিতি দ্রুত উন্নত হবে।

রেমিটেন্স ধসের কবলে বিশ্ব, তালিকার শীর্ষে বাংলাদেশ-ভারত
রোহিঙ্গা সংকট নিরসনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত
মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের পাশে থাকবো : প্রধানমন্ত্রী
শান্তিতে নোবেলের অংশীদার বাংলাদেশের দুটি সংগঠন
রোহিঙ্গাদের সাহায্যে শনিবার থেকে মাঠে নামছে সেনাবাহিনী
বৃষ্টি-বন্যায় বেহাল সড়কের হাল ফেরাতে চাই ‘২০০ কোটি টাকা’
রোহিঙ্গা সঙ্কট নিরসনে শেখ হাসিনার ৬ প্রস্তাব
রোহিঙ্গাদের ত্রাণবহর ঠেকাতে পেট্রলবোমা!
রোহিঙ্গা শরণার্থী : চিহ্নিত এলাকায় চলছে ক্যাম্প ও রাস্তা নির্মাণ