সেমিতে যাবে পাকিস্তান না শ্রীলঙ্কা?
---
স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড, বাংলাদেশের পর ভারত গতকাল রোববার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নাম লিখিয়েছে। আজ সোমবার তাদের সঙ্গী হবে শ্রীলঙ্কা বা পাকিস্তান। গ্রুপ ‘বি’ এর শেষ ম্যাচে ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ কার্ডিফে মুখোমুখি হবে তারা। ম্যাচের জয়ী দল পৌঁছে যাবে সেমিফাইনালে। হেরে যাওয়া দলকে হয়ে যেতে হবে দর্শক। তাই ম্যাচটিকে ঘিরে দুদলে বিরাজ করছে দারুণ উত্তেজনা। সোফিয়া গার্ডেনে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০মিনিটে।
শ্রীলঙ্কা ও পাকিস্তান দুদলেরই চলতি টুর্নামেন্টটা শুরু হয়েছিল হার দিয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লঙ্কানদের হারটা ছিল ৯৬ রানের। আর বৃষ্টি আইনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ১২৪ রানে হারের লজ্জা পেয়েছিল পাকিস্তান। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় দুদল। পাকিস্তান ঐ বৃষ্টি আইনেই আইসিসি র্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকাকে হারায় ১৯ রানে। আর টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ৩২১ রান তাড়া করে ৭ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান সর্বশেষ ৮টা ম্যাচই খেলেছে লঙ্কান মাটিতে। ২০১৪ সালে তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল শ্রীলঙ্কা। ২০১৫ সালে সর্বশেষ সফরে ৫ ম্যাচের সিরিজ ৩-২ এ জিতেছিল পাকিস্তান। সর্বশেষ এই পরিসংখ্যান বলছে, দুই দলের মুখোমুখি সাক্ষাতে লড়াইটা হাড্ডাহাড্ডি। ৮ ম্যাচের মধ্যে দুদলই জিতেছে সমান ৪টি করে খেলা।