g শ্রীলঙ্কাকে কাঁদিয়ে সেমিফাইনালে পাকিস্তান | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ১১ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে কাঁদিয়ে সেমিফাইনালে পাকিস্তান

AmaderBrahmanbaria.COM
জুন ১২, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ৪৪ ওভার ৫ বল খেলে ২৩৭ রান করে জয় নিশ্চিত করে পাকিস্তান।

এর আগে শ্রীলঙ্কার দেওয়া ২৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে পাকিস্তান। উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামানের বিধ্বংসী ব্যাটিং ও আজহার আলী ধীরে চলা কৌশলে পাওয়ার প্লে’র প্রথম দশ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে তারা।

ওপেনিং জুটিতে ৭৪ রান তোলেন আজহার আলী ও ফখর জামান। অর্ধশতক হাঁকিয়ে ফেরেন জামান (৩৬ বলে ৫০)। এরপর দ্রুত দুই উইকেট হারিয়ে ছন্দ হারায় পাকিস্তান। দলীয় ৯২ রানে নুয়ান প্রদীপের দ্বিতীয় শিকারে পরিণত হন বাবর আজম (১০)। ৩ রান যোগ হতেই থিসারা পেরেরার বলে প্রদীপের হাতে ক্যাচ তুলে দেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ (১)। দলীয় ১১০ রানের মাথায় বিদায় নেন ৩৪ রান করা আজহার আলি। দলীয় ১৩১ রানের মাথায় বিদায় নেন শোয়েব মালিক (১১)।

এরপর দ্রুত বিদায় নেন ইমাদ ওয়াসিম। দলীয় ১৩৭ রানের মাথায় পাকিস্তানের ষষ্ঠ উইকেটের পতন হয়। ব্যক্তিগত ১৫ রান করে ফেরেন ফাহিম আশরাফ। ১৬২ রানে ৭ উইকেট হারায় পাকিস্তান।

সোমবার (১২ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। বাঁচামরার ম্যাচে বড় লক্ষ্য ছুঁড়ে দিতে ব্যর্থ হয় লঙ্কানরা। কার্ডিফের সোফিয়া গার্ডেনসে আমির-জুনায়েদ-হাসান আলীদের বোলিং নৈপুণ্যে ৪ বল বাকি থাকতে ২৩৬ রানে থামে তাদের ইনিংস। সর্বোচ্চ ৭৩ রান করেন ওপেনার নিরোশান ডিকওয়েলা।

এ জাতীয় আরও খবর