সোমবার, ২৫শে ডিসেম্বর, ২০১৭ ইং ১১ই পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

ব্যাডমিন্টন শিখছেন শ্রদ্ধা কাপুর

AmaderBrahmanbaria.COM
জুন ১১, ২০১৭
news-image

---

বিনোদন ডেস্ক : রীতিমতো কোচের অধীনে ব্যাডমিন্টন অনুশীলনে এখন ব্যস্ত সময় পার করছেন বলিউডে হালের অন্যতম ক্রেজ শ্রদ্ধা কাপুর।

স্কুলের দিনগুলোতে ব্যাডমিন্টন, ফুটবল, বাস্কেটবল ও হ্যান্ডবলে বেশ ভালো হলেও রূপালী পর্দার জগতে সেসব কবেই ভুলেছেন শ্রদ্ধা।

তবে এবার ভারতীয় শীর্ষ নারী ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালকে নিয়ে নির্মিতব্য বায়োপিক ‘কিকস অফ’-এ সাইনা হয়ে উঠতে চলছে শ্রদ্ধার এ গভীর অনুশীলন।

ভারতের শীর্ষ নারী ব্যাডমিন্টন তারকা সাইনা ২০১৫ সালে বিশ্ব র্যাং কিংয়ে শীর্ষে উঠে আসেন। পরে তাকে নিয়ে বায়োপিক তৈরির ঘোষণা দেন অমল গুপ্ত।

ওই বায়োপিকে ২৭ বছর বয়সী সাইনার চরিত্রের জন্য নিজেকে তৈরি করছেন তার চেয়েও বছরখানেকের বড় শ্রদ্ধা। ব্যাডমিন্টন আয়ত্তে আনতে প্রকাশ পাড়ুকোন একাডেমিতে এক সিনিয়র কোচের অধীনে চলছে শ্রদ্ধার অনুশীলন।

ভূষণ কুমারের প্রযোজনায় ও অমল গুপ্তের পরিচালনায় শ্রদ্ধার নতুন এ বায়োপিক সিনেমার শুটিং শুরু হবে চলতি বছরের শেষে।

গত বছর মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনার জীবন নিয়ে নির্মিত বায়োপিক সিনেমা ‘হাসিনা-দ্য কুইন অব মুম্বাই’শেষ হতে না হতেই নতুন বায়োপিকে কাজ করতে যাচ্ছেন শ্রদ্ধা।

আগের বায়োপিকে গ্যাংস্টার প্রধান হাসিনা চরিত্রে অভিনয় করলেও এবার শ্রদ্ধা পেশাদার ব্যাডমিন্টন খেলোয়াড়ের ভূমিকায়।

২০১০ সালে ‘চীন পার্টি’ দিয়ে বলিউডে যাত্রা শুরু শ্রদ্ধার। পরের বছর ‘লাভ কা দ্য অ্যান্ড’-এ প্রধান চরিত্রে দারুণ অভিনয়ে নিজেকে জানান দেন শক্তি কাপুরের মেয়ে।

এ জাতীয় আরও খবর

  • ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ বাজারে খানিকটা উত্তাপব্রাহ্মণবাড়িয়ায় ঈদ বাজারে খানিকটা উত্তাপ
  • রোটারি শিক্ষা সম্মাননা ২০১৭ পেলেন ০১ জন শিক্ষা উদ্যোক্তা ও ৪ জন প্রবীণ শিক্ষকরোটারি শিক্ষা সম্মাননা ২০১৭ পেলেন ০১ জন শিক্ষা উদ্যোক্তা ও ৪ জন প্রবীণ শিক্ষক
  • না ফেরার দেশে পরিচালক পি এ কাজলনা ফেরার দেশে পরিচালক পি এ কাজল
  • “পথিক নিউজ ডটকম” এর উদ্বোধন : তথ্য প্রযুক্তিতে পারদর্শী নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নিচ্ছে — মেয়র মোঃ হেলাল উদ্দিন “পথিক নিউজ ডটকম” এর উদ্বোধন : তথ্য প্রযুক্তিতে পারদর্শী নতুন প্রজন্ম দেশকে এগিয়ে নিচ্ছে — মেয়র মোঃ হেলাল উদ্দিন
  • ইমরান এইচ সরকারের আত্মসমর্পণইমরান এইচ সরকারের আত্মসমর্পণ
  • রমজানে নাচ-গান-বাদ্যযন্ত্র নিষিদ্ধ গাম্বিয়ায়রমজানে নাচ-গান-বাদ্যযন্ত্র নিষিদ্ধ গাম্বিয়ায়
  • বাংলাদেশের ৪০ ভাগ জমি তলিয়ে যাবেবাংলাদেশের ৪০ ভাগ জমি তলিয়ে যাবে
  • যৌনকর্মীরাও টলিউডে অভিনয় করবেযৌনকর্মীরাও টলিউডে অভিনয় করবে
  • পারফিউমের সুগন্ধ দীর্ঘস্থায়ী করবেন কিভাবে?পারফিউমের সুগন্ধ দীর্ঘস্থায়ী করবেন কিভাবে?
  • মেয়েলি এমন কিছু আদর যা পুরুষরা পেতে ভালবাসে!মেয়েলি এমন কিছু আদর যা পুরুষরা পেতে ভালবাসে!
  • কবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপনকবি সানাউল হক উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন
  • জাজ-এর ব্যানারে জয়া আহসান?জাজ-এর ব্যানারে জয়া আহসান?