g সবার অংশগ্রহণের নির্বাচনে আমরা শেখ হাসিনাকেও চাই : খালেদা জিয়া | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০১৭ ইং ৩০শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

সবার অংশগ্রহণের নির্বাচনে আমরা শেখ হাসিনাকেও চাই : খালেদা জিয়া

AmaderBrahmanbaria.COM
জুন ১০, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, লুটেরাদের রুখার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রোজার ঈদ শেষ হয়ে গেলে এই জুলুম-অত্যাচার-অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ করতে হবে। আমাদের ২০ দলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা এদেশে একটা অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। যে নির্বাচন সহায়ক সরকারের অধীনে হবে। শেখ হাসিনা মার্কা নির্বাচন চলবে না। সকলের অংশগ্রহণের সেই নির্বাচনে আমরা শেখ হাসিনাকেও চাই।

শনিবার ঢাকার হোটেল পূর্বাণীতে এক ইফতার পার্টিতে খালেদা জিয়া এ সব কথা বলেন। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ( এনডিপি) এই ইফতার পার্টির আয়োজন করেন।

দেশের বর্তমান অবস্থা তুলে ধরে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, প্রতিনিয়ত দেশের অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। গরীব মানুষ দুই বেলা পেট ভরে খেতেও পায় না। এর মধ্যে গ্যাস, বিদ্যুতের দাম বাড়ছে। চাল-ডাল-তেল-লবন-সববি সব কিছুর দাম জনগণের ক্রয় ক্ষমতায় বাইরে চলে গেছে। মানুষ একটু শান্তিতে বাঁচার মতো অবস্থাতে নেই। জনগণ চায় দেশের শান্তি, দেশের অগ্রগতি। কিন্তু বাংলাদেশে মানুষের অগ্রগতি নেই, আছে শুধু একটা দলের উন্নতি, তাদের কোনো কিছু সমস্যা নাই, তারা মহা আনন্দে আছে। তারা এভাবেই থাকতে চায়। সেজন্য স্বাভাবিকভাবে মানুষ অস্থির হয়ে পড়েছে। রোজার পরে জনগণ নিজেরাই ঐক্যবদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।

এনডিপির চেয়াম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদসহ ইফতারে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, ২০ দলের নেতাদের মধ্যে এলডিপির ড. কর্নেল অলি আহমেদ, এনডিপির খোন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জাগপার অধ্যাপিকা রেহানা প্রধান, খন্দকার লুৎফর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দীন ইকরাম, জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিঙ্কন, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভুইয়া, ইসলামী ঐক্যজোটের মাওলানা আবদুল করীম, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ,বিএনপির নেতাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সালাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর