মঙ্গলবার, ৬ই জুন, ২০১৭ ইং ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

বৃষ্টিতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

AmaderBrahmanbaria.COM
জুন ৪, ২০১৭

---

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারত ব্যাটিংয়ে নেমে ৯.৫ ওভার ব্যাট করার পর নামে বৃষ্টি।

বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বার্মিংহামের এজবাস্টনে। গত ২ জুন এই ভেন্যুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

উভয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। আজ চলছে টুর্নামেন্টের চতুর্থদিনের খেলা। গত ১ জুন বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, জ্যাসপ্রীত বুমরাহ।

পাকিস্তান একাদশ: সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, আজহার আলী, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির।

এ জাতীয় আরও খবর