মঙ্গলবার, ৬ই জুন, ২০১৭ ইং ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

হিলি সীমান্তে ৩৯ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

AmaderBrahmanbaria.COM
জুন ৩, ২০১৭
news-image

---

 

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের হিলি সীমান্তে ৩৯ লাখ টাকা মুল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রামের তাইজুল ইসলামের ছেলে রিফাত বাবু (১৩) ও ধরন্দা গ্রামের মমিন হোসেনের ছেলে লিটন (২৫)।

হিলি সিপি ক্যাম্পের সুবেদার শিকদার লাভলু মিয়া জানান, শনিবার সকালে সীমান্তের ফকিরপাড়া এলাকায় কয়েকজন চোরাচালানী ভারত থেকে ওষুধ পাচার করে দেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় চোরাকারবারীরা ১ লাখ ৩০ হাজার পিস প্যারাপটিন ও ডক্সিন ওষুধ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা শিশুসহ দুইজনকে আটক করেয়।

হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, বিজিবি বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।