মঙ্গলবার, ৬ই জুন, ২০১৭ ইং ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

‘সার্জিক্যাল স্ট্রাইকের পর ভারতে অনুপ্রবেশ কমেছে’

AmaderBrahmanbaria.COM
জুন ৩, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক :নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাক শাসিত কাশ্মীরে গিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয়ার ফলে ভারতে অনুপ্রবেশ প্রায় অর্ধেক কমেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

নরেন্দ্র মোদি সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে শনিবার দিল্লিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রাজনাথ বলেন, ‘সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে পরবর্তী ছয় মাস পাকিস্তানের দিক থেকে অনুপ্রবেশ অন্ততপক্ষে ৪৫ শতাংশ কমে গেছে। ’

২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর রাতে এলওসি পেরিয়ে ভারতীয় সেনার পাক সীমানায় অবস্থিত জঙ্গি ঘাঁটি ধ্বংসের কথা মনে করিয়ে দিয়ে রাজনাথ বলেন, ‘জম্মু-কাশ্মীরের পরিস্থিতির উন্নতি হয়েছে। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত এই তিন বছরে মোট ৩৬৮ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা।’

রাজনাথ বলেন, ‘আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে জম্মু-কাশ্মীরে পাক মদদপুষ্ট জঙ্গি ও সন্ত্রাসবাদ খতম করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করব। কাশ্মীরের একটি নিরবিচ্ছিন্ন সমাধান চাই, স্থায়ী সমাধানের জন্য কোনো মিলিটারি বা রাজনৈতিক অভিমুখের প্রয়োজন নেই। কাশ্মীরের যুবকরা আমাদের যুবক, ভারতের যুবক, তারা ভারতের ভবিষ্যৎ।’

জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) ও মাওবাদীদের প্রসঙ্গ তুলে রাজনাথ বলেন, ‘আইএসকে চ্যালেঞ্জ জানানোর ক্ষেত্রে আমরা সফল। কারণ ভারতে বহু সংখ্যক মুসলিম থাকা সত্ত্বেও এদেশে আইএস শক্ত ঘাঁটি গড়তে পারেনি। আইএস সন্দেহে এখন পর্যন্ত ৯০ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।’

বিগত ইউপিএ সরকারের (২০১১-১৪) তুলনায় বর্তমান এনডিএ সরকারের আমলে (২০১৪-১৭) মাওবাদী হামলাও প্রায় ২৫ শতাংশ কমেছে বলে দাবি করেন রাজনাথ। পাশাপাশি তিনি আরো জানান, ‘গত তিন বছরে মাওবাদী হামলায় নিহতের হারও ৪২ শতাংশ কমেছে।’

এ জাতীয় আরও খবর