g পাকিস্তানে চীনের দুই নাগরিক অপহৃত | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৯শে অক্টোবর, ২০১৭ ইং ৪ঠা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

পাকিস্তানে চীনের দুই নাগরিক অপহৃত

AmaderBrahmanbaria.COM
মে ২৪, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার জিন্নাহ টাউন এলাকা থেকে চীনের দুই নাগরিক অপহৃত হয়েছেন।

বুধবার বিকেলে অপহৃত হওয়া এ দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। খবর ডন অনলাইনের।

পুলিশের দেওয়া তথ্যমতে, অজ্ঞাত অপহরণকারীরা দুই বিদেশিকে বন্দুকের মুখে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। তবে পৃথক ঘটনায় অপহৃত হওয়া চীনের আরেক নারীকে জিম্মিকারীরা ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডনের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে জিম্মিকারীরা এলোপাতাড়ি গুলি চালালে এক পথচারী তাতে আহত হন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

পুলিশের ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক আইতজাজ গোরায়া বলেছেন, ঘটনাস্থল থেকে আমরা আলামত সংগ্রহ করেছি এবং অক্ষত অবস্থায় অপহৃত চীনাদের উদ্ধারে তৎপরতা শুরু করেছি।|

চীনের এই দুই ব্যক্তি জিন্নাহ টাউনের দিকে যাওয়ার পথে অপহৃত হন। সেখানে তারা চীনের মান্দারিন ভাষার শিক্ষা দিয়ে থাকেন। কোয়েটার জিন্নাহ টাউন এলাকায় অনেক বিদেশি এনজিও কর্মী থাকেন।

চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের ঘোষণা দেওয়ার পর চীনাদের কাছে বেলুচিস্তানের গুরুত্ব আগের চেয়ে বেড়েছে।

অন্যদিকে, যে গাড়িতে চীনের দুই নাগরিককে অপহরণ করা হয়েছে, সিসিটিভি ফুটেজ থেকে সেই গাড়ির ছবি প্রকাশ করেছে ডন অনলাইন।

এ জাতীয় আরও খবর