g নিউজিল্যান্ডকে হারালেই ছয়ে বাংলাদেশ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ১৯শে অক্টোবর, ২০১৭ ইং ৪ঠা কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডকে হারালেই ছয়ে বাংলাদেশ

AmaderBrahmanbaria.COM
মে ২৪, ২০১৭
news-image

---

 

স্পোর্টস ডেস্ক :দেশের মাটিতে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ পর্যন্ত করেছে বাংলাদেশ, কিন্তু দেশের বাইরে? জয়টা অধরাই রয়ে গেছে এখনও। হতাশার সেই বৃত্ত ভাঙার মিশনে বুধবার আরও একবার মাঠে নামবে বাংলাদেশ। ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে হয়তো চ্যাম্পিয়ন হতে পারবে না মাশরাফির দল, তবে যোগ হবে বিশাল প্রাপ্তি। কিউইদের হারালে প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয়ে উঠে যাবে টাইগাররা।

ওয়ানডে র‌্যাংকিংয়ে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে সপ্তম স্থানে। নিউজিল্যান্ডকে হারালে যোগ হবে আরও ২ রেটিং পয়েন্ট, তখন পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৩। ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কারও পয়েন্ট সমান; তবে ভগ্নাংশে এগিয়ে থেকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ, আর শ্রীলঙ্কা নেমে যাবে সপ্তম স্থানে। কিউইদের বিপক্ষে বিদেশের মাটিতে প্রথম জয়টা তাই ভীষণ গুরুত্বপূর্ণ মাশরাফিদের জন্য।

ষষ্ঠ স্থানে থেকে চ্যাম্পিয়নস ট্রফিতে গেলে নিশ্চিতভাবেই বাংলাদেশের খেলোয়াড়দের আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগবে জোরেশোরে। গ্রুপ পর্বের খেলায় ভালো করতে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার পথে টাইগাররা ফেলবে বড় ধাপ। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের প্রথম আট দল সরাসরি সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপে।

অন্যদিকে ম্যাচটা হেরে গেলে বাংলাদেশ হারাবে ১ রেটিং পয়েন্ট। যদিও ৯০ পয়েন্ট নিয়ে থাকবে আগের মতোই সপ্তম স্থানে। তখন ৮ নম্বরে থাকা পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবে মাত্র ২ পয়েন্টে। আর ৯ নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধানটা থাকবে ১১ রেটিং পয়েন্টের।
বিদেশের মাটিতে নিউজিল্যান্ডকে প্রথমবার হারানোর সঙ্গে র‌্যাংকিংয়ে ছয়ে ওঠার হাতছানি- সুযোগটা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না মাশরাফি-সাকিবরা।

আয়ারল্যান্ড থেকে শেষ ম্যাচে জয় নিয়ে ইংল্যান্ড যেতে পারলে তো খুবই ভালো। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে একটু হলেও মনস্তাত্ত্বিক সুবিধা পাবে বাংলাদেশ দল। আর র‌্যাঙ্কিংয়ে উন্নতিটা তো নগদ লাভ। তবে জয় না পেলেও এই সিরিজে খেলার আসল উদ্দেশ্য পূরণ হয়েছে বলে মনে করেন মাশরাফি, ‘সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এখানে আমরা সর্বোচ্চ প্রস্তুতিই নিয়েছি।’