বুধবার, ১৭ই মে, ২০১৭ ইং ৩রা জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

সরাইলে “মুক্তিযুদ্ধে সরাইল” বইটির মোড়ক উম্মোচন

AmaderBrahmanbaria.COM
মে ১৫, ২০১৭
news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল সোমবার বিকালে উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ রচিত “মুক্তিযুদ্ধে সরাইল” নামক বইটি মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ কমান্ডার ইসমত আলী স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধের সংগঠক প্রকাশনা কমিটির আহবায়ক আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইমারী এডুকেশনের সাবেক পরিচালক মুক্তিযোদ্ধ ড. শাহজাহান ঠাকুর, ব্রাহ্মণবাড়িয়াজেলা আওয়ামীলীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট আবু তাহের, সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জুনায়েদ উদ্দিন ঠাকুর, কুমিল্লা জজ কোর্টের পিপি মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম ফারুক, ব্রাহ্মণবাড়িয়া জজ র্কোটের এডভোকেট মুক্তিযোদ্ধা হাম্মাদ ওয়াদুদ ,মুক্তিযুদ্ধে সরাইল বইটির লেখক এডভোকেট আব্দুর রাশেদ, সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা আওয়ামীলীগের সদস্য এ আই মনোয়ার উদ্দিন আহম্মেদ মদন, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: শফিকুল ইসলাম কানু, সরাইল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বায়তুল হোসেন খন্দকার, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো:শফিকুর রহমান, প্রমুখ। পরিশেষে প্রধান অতিথি সকল অতিথিকে নিয়ে এক যোগে বইটির মোড়ক উম্মোচন করেন