রোনালদোর ৪শ’ গোল
স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে রিয়াল মাদ্রিদের হয়ে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে সেভিয়ার বিপক্ষে এ মাইলফলক স্পর্শ করেন তিনি।এ ম্যাচে জোড়া গোল করেন রোনালদো। এ সুবাদে সেভিয়াকে ৪-১ গোলে হারিয়ে শিরোপার আরো কাছে পৌঁছে গেছে রিয়াল।
ম্যাচের ২৩ মিনিটে নিজের হয়ে প্রথম গোল পান রোনালদো। এসময় প্রতিপক্ষের জাল কাঁপানোর সুবাদে প্রথম ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪০০ গোল করার কীর্তি গড়েন সিঅরসেভেন। আর ম্যাচে নিজের হয়ে দ্বিতীয় গোল করেন ৭৮ মিনিটে। এটি লা লিগায় তার ৪০১তম গোল।
২০০৯ সালে ৯৪ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান ক্রিশ্চিয়ানো রোনালদো। তখন তিনি ছিলেন সিঅরনাইন। স্প্যানিশ ক্লাবটির হয়ে ২৯ আগস্ট ২০০৯ সালে দেল পোর্তিভোর বিপক্ষে প্রথম গোল করেন চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
রিয়ালের জার্সিতে এখন পর্যন্ত লা লিগায় ২৮২ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। চ্যাম্পিয়নস লিগে তার গোল ৮৮টি ও কোপা ডেল র ‘তে ২২টি। এছাড়া ক্লাব বিশ্বকাপে ৪টি, স্প্যানিশ সুপার কাপে ৩টি ও উয়েফা সুপার কাপে ২টি গোল করেছেন পর্তুগিজ উইঙ্গার।