বুধবার, ১৭ই মে, ২০১৭ ইং ৩রা জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ঢাকার উদ্বেগ

AmaderBrahmanbaria.COM
মে ১৫, ২০১৭
news-image

বাসস : উত্তর কোরিয়ার (ডিপিআরকে) আন্তমহাদেশীয় (ব্যালাস্টিক) ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে উত্তর কোরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ-সংক্রান্ত আওতাধীন বাধ্য-বাধকতা লঙ্ঘন করেছে।

বিবৃতিতে বাংলাদেশ তার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং এ অঞ্চলে ও এর বাইরে উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা থাকে এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।

গতকাল রোববার উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এ নিয়ে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা উদ্বেগ প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর