অ্যাশেজ না খেলার হুমকি স্মিথ-ওয়ার্নারদের
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের হুমকির জবাবে পাল্টা হুমকি দিলেন ক্রিকেটাররা। চুক্তি বিতর্কে কোনোভাবেই নিজেদের অবস্থান থেকে পিছু হঠছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ডেভিড ওয়ার্নার জানিয়ে দিলেন, তাদের চাওয়ামতো চুক্তি না হলে আসছে অ্যাশেজ বর্জন করবেন ক্রিকেটাররা।
চুক্তি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্ব গত কদিনে প্রায় যুদ্ধাবস্থার রূপ নিয়েছে। বোর্ডের প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড কদিন আগে ক্রিকেটারদের কাছে পাঠানো চিঠিতে হুমকি দিয়েছেন, চুক্তিতে সই না করলে আগামী ৩০ জুন বর্তমান চুক্তি শেষ হওয়ার পর আর বেতন দেওয়া হবে না ক্রিকেটারদের।
তবে বোর্ডের কঠোর অবস্থানেও নিজেদের দাবি থেকে এক চুল সরছে না ক্রিকেটাররা। বরং ক্রিকেটারদের তরফ থেকে পাল্টা হুমকি দিলেন ওয়ার্নার।
“ব্যাপারটি যদি চূড়ান্ত সীমায় যায়, তারা (বোর্ড) হয়ত অ্যাশেজের জন্য কোনো দলই পাবে না। আমি সত্যিই আশা করি, তারা একটি সমঝোতায় আসবে। আমরা এমন কিছু দেখতে চাই না যে আমাদের কোনো দল থাকবে না; আসছে গ্রীষ্মে অস্ট্রেলিয়ায় ক্রিকেট হবে না। ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বোঝাপড়ার দায়িত্ব বোর্ডের। সবকিছুই তাদের হাতে।”
অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বেতনের বাইরেও বোর্ডের রাজস্বের একটা অংশ পেয়ে থাকে। গত প্রায় ২০ বছর ধরেই চলে আসছে এই ধারা। তবে এবার নতুন প্রস্তাবিত চুক্তিতে সেটিতে বদল আনা হয়েছে। বলা হয়েছে, শুধু আন্তর্জাতিক ক্রিকেটাররাই বাড়তি রাজস্বের ভাগ পাবে। ঘরোয়া ক্রিকেটারদের একটা নির্দিষ্ট অঙ্ক দেওয়া হবে। বোর্ডের রাজস্ব বাড়লেও ঘরোয়া ক্রিকেটারদের বেশি অর্থ দেওয়া হবে না।