যুক্তরাষ্ট্রে হেনস্থার শিকার মুসলিম নারী
---
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফের বৈষম্যের শিকার মুসলিম তরুণী। হিজাব পড়ে ব্যাংকে ঢোকার ‘অপরাধে’ গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিলেন অন্যান্য ব্যাংককর্মীরা। নিগৃহীতার নাম জামেলা মহম্মদ।
গাড়ির টাকা জমা করতে টুপি লাগানো সোয়েটার পরে শুক্রবার ওয়াশিংটনের কেন্টে ‘সাউন্ড ক্রেডিট ইউনিয়ন’–এর একটি শাখায় ঢুকেছিলেন তিনি। কিন্তু ভিতরে পা রাখতেই তাকে টুপি খুলে ফেলার নির্দেশ দেন এক ব্যাংককর্মী। দরজার পাশে ঝোলানো ‘রোদচশমা এবং টুপি পরে ব্যাংক ঢোকা নিষিদ্ধ’ লেখা একটি বোর্ডও দেখান।
শুক্রবার বিকেলে মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রার্থনা করেন। তাই মাথা খালি রাখতে চাননি জামেলা। ছুটে গিয়ে গাড়ি থেকে হিজাব নিয়ে আসেন তিনি। মাথায় বেঁধে ব্যাংকে ঢোকেন। তাতে আরও খেপে যান ওই ব্যাংককর্মী। হিজাব না খুললে তাকে পুলিশের হাতে তুলে দেবেন বলে হুমকি দেন। ওই সময় সেখানে অনেক পুরুষ গ্রাহক উপস্থিত ছিলেন। মাথায় বেসবল টুপি পরেই দিব্যি কাজ সারছিলেন তারা। তাদের কিন্তু একবারের জন্যও বাধা দেননি ওই ব্যাংক কর্মী।
বিষয়টি টের পেতেই মোবাইল ফোন বের করে ব্যাংকে ঝোলানো সাইনবোর্ড ও টুপি পরা পুরুষ গ্রাহকদের ভিডিও রেকর্ড করতে শুরু করেন অপমানিত জামেলা। ওই ব্যাংককর্মী বাধা দিতে এলে কোনওরকমে বাইরে বেরিয়ে আসেন। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন তিনি। সামলোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতেই জামেলার কাছে ক্ষমা চেয়ে নেয় ‘সাউন্ড ক্রেডিট ইউনিয়ন’ কর্তৃপক্ষ।