নাসিরনগরে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

---
আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগরে অজ্ঞাত নামা আনুমানিক ১৭ বছর বয়সের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে মহিষবেড়-কুন্ডা মধ্যবর্তী রাস্তার পাশে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে ছিল। এব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। নাসিরনগর থানার পুলিশ পরির্দশক মহিউদ্দিন সুমন জানান,শনিবার রাতে মহিষবেড় গ্রামে ওরেন্টের আসামী গ্রেফতার করে নিয়ে আসার সময় রাস্তার পাশে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মহিলার লাশ দেখতে পাওয়া যায়। বিষয়টি থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফরকে অবগত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। এসময় লাশের পাশে একটি ভ্যানটি ব্যাগ পাওয়া যায়। আজ রবিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা কে বা কারা মহিলাটিকে হত্যা করে লাশটি রাস্তার পাশে ফেলে গেছে। অজ্ঞাতনামা যুবতীর লাশটির পড়নে কালো রং এর বোরখা পড়া ছিল। নাসিরনগর থানার ওসি মোঃ আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।






নাসিরনগর পাবলিক লাইব্রেরীতে বই প্রদান অনুষ্ঠান
নাসিরনগর উপজেলা থেকে বিএনপির জেলা নেতা হলেন ৯ জন