g কদমতলী থেকে চুনকুটিয়া পর্যন্ত নতুন ফ্লাইওভার হবে : সেতুমন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৫ই নভেম্বর, ২০১৭ ইং ২১শে কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

কদমতলী থেকে চুনকুটিয়া পর্যন্ত নতুন ফ্লাইওভার হবে : সেতুমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ২৩, ২০১৭

---

নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতায় কদমতলী থেকে চুনকুটিয়া পর্যন্ত ৬৬৪ মিটারের নতুন ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জা‌নি‌য়ে‌ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রবিবার রাজধানীর নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের নবম সভা শেষে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘কদমতলী ইন্টার সেকশন থেকে দক্ষিণে বাবুবাজার ব্রিজ হয়ে চুনকুটিয়া ইন্টারসেকশন পর্যন্ত রাজউকের এই ফ্লাইওভার হবে। ৬৬৪ মিটারের ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে উন্নয়নের যন্ত্রণা যেন না হয়; জনদুর্ভোগ সহনীয় পর্যায়ে রাখতে এফিসিয়েন্ট ট্রাফিক ব্যবস্থা রাখতে হবে। এ জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘আমাদের ফ্লাইওভারের অভিজ্ঞতা সুখকর নয়। জনদুর্ভোগ শুরু হয়ে যায়। আর সামনে নির্বাচন। অন্য ফ্লাইওভারের কারণে জনগণ সাফার করেছে। ’

ওবায়দুল বলেন, ‘হলি আর্টিজানের (গুলশানে) জঙ্গি হামলার ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া মেট্রো রেলের কাজও শুরু হয়েছে। এমআরটি এর লাইন ১ ও ৫ এর কাজ চলছে। হামলার ঘটনার পর বিদেশিরা চলে গিয়েছিল। কাজ বন্ধ হয়ে গিয়েছিল। এখন তারা এসে কাজ শুরু করেছেন। ’

সেতুমন্ত্রী বলেন, ‘ফেনীতে ৪ লেনের ফ্লাইওভার হচ্ছে। কিন্তু সেখানে দুর্ভোগ নেই। সেনাবাহিনী কাজ করলে ট্রাফিকটা নিয়ন্ত্রণ রাখতে পারে। কিন্তু মেয়র হানিফ ফ্লাইওভারে দুর্ভোগ হয়েছে। চট্টগ্রাম শহরের উপর ফ্লাইওভার বানাতে গিয়ে দুর্ভোগ তৈরি করা হয়েছে। মৌচাক ফ্লাইওভারে কি হচ্ছে? সামনের সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জনদুর্ভোগ নিয়ন্ত্রণ করতে না পারলে এটি করার দরকার নেই। আপনারা কিভা‌বে করবেন, তা দেখবেন। ’

এ জাতীয় আরও খবর