অভিযানকালে বাস বন্ধ রাখলে রুট পারমিট বাতিল
AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১৭, ২০১৭
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান জানিয়েছেন, রাজধানীতে অভিযান চলাকালে কোনো পরিবহন মালিক বাস চালানো বন্ধ রাখলে রুট পারমিট বাতিল করা হবে।
সোমবার দুপুরে রাজধানীর রমনা এলাকায় অভিযানের সময় এ কথা জানান তিনি।
তিনি বলেন, অভিযান চলছে। যারা আইন মেনে রাস্তায় বাস নামাবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সরকারি সিদ্ধান্তকে নগরবাসীর কাছে দুঃসহ করে তুলতে সড়কে বাসের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন মালিক পক্ষ বলে যাত্রীদের অভিযোগ। স্বাভাবিকের তুলনায় সোমবার রাজধানীতে কম সংখ্যক বাস নামিয়েছেন তারা। তাই সিটিং সার্ভিস বন্ধের দ্বিতীয় দিনও প্রথম দিনের মতোই দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।