বৃহস্পতিবার, ২০শে এপ্রিল, ২০১৭ ইং ৭ই বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুর উপজেলা শিল্পকলা একাডেমী বেহালদশা নিয়ে

AmaderBrahmanbaria.COM
এপ্রিল ১১, ২০১৭

বাঞ্ছারামপুর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ২০০৮ সাল থেকে বাঞ্ছারামপুর শিল্পকলা একাডেমীর কার্যক্রম অনেকটাই ঝিমিয়ে পড়েছে আর মূল ফটকের ভবনে রয়েছে তালা বন্ধ। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে শুরু করতে পারেনি কোনো রকম কার্যক্রম। ক্লাশের জন্য ভর্তি করাতে পারেনি কোনো শিক্ষার্থী। কাগজে-কলমে ২২ সদস্যের পরিচালনা কমিটি  থাকলেও কোন কার্যক্রমে নেই।

বিশিষ্ট ছড়াকার,লেখক এই উপজেলার বাঁশগাড়ী গ্রামের সন্তান লুৎফর রহমান রিটন বাঞ্ছারামপুরে শিল্পকলা একাডেমী প্রসঙ্গে বলেন, উপজেলার উন্নয়ন,উন্নতি, শিক্ষা-সংস্কৃতি-শিল্প ইত্যাদির দেশ-বিদেশে প্রচার ও বিকাশে শিল্পকলা একাডেমীর ভূমিকা অপরিসীম। বাঞ্ছারামপুর উপজেলায় বর্তমানে ক্রীড়া ও সংস্কৃতি উভয় দিক হতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকলেও কেবল প্রকৃত উদ্যোগের অভাবে ক্রীড়াসহ শিল্প-সংস্কৃুতির চর্চ্চার অন্তরায় হয়ে দাড়িয়েছে বলে মনে হচ্ছে’।
এর সভাপতি হিসেবে আছেন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শওকত ওসমান এবং সাধারণ সম্পাদক নেই ।তবে সদস্য আছেন অধ্যাপক রেজাউল করিম,আশেক এমরান,এম.এ আউয়ালসহ আছেন আরো প্রায় ২০ জন,যারা স্থবির হয়ে আছেন বলে জানা গেছে।অনুসন্ধানে জানা গেছে,বর্তমানে নারায়নগঞ্জে বর্তমান জেলা প্রশাসক সাইফুল ইসলাম বাদল ২০০৮ সালে উপজেলা নির্বাহী অফিসার পদে থাকাকালীন তার আন্তরিক উৎসাহে সরকারি পৃষ্ঠপোষকতায় বাঞ্ছারামপুর উপজেলা শিল্পকলা একাডেমীর কার্য্যক্রম শুরু হয়।তিনি বদলী হয়ে যাবার পর থেকে শুধু পদ-পদবী আর কমিটি নিয়ে ‘প্রকৃত শিল্প ও সংস্কৃতিমনা’ এবং ‘শিল্প-সংস্কৃতিতে অনভিজ্ঞ রাজনৈতিক নেতা’- এমন দুটি গ্রুপের মধ্যে  তীব্র দ্বন্দ্ব সৃষ্টি হয়।আর সেই দ্বন্দ্ব থেকেই মুখ থুবড়ে পড়ে গোটা উপজেলায় শিল্প ও সংস্কৃতির বিকাশ।