সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন
---
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া র সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিরতিহীন বিকাল ২টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়েছে। ২০ জন প্রার্থীর নির্বাচনে ৬ষ্ট শ্রেনী থেকে ১০ম শ্রেনীর ভোটার ১হাজার ৪৪ জন ভোটার। ৫টি বুথে ৫জন প্রিসাইডিং ১০ জন পোলিং নিযুক্ত করা হয়েছে এবং প্রার্থীর পোলিং এজেন্ট, নিরাপত্তার দায়িত্বে১৫ জন গার্লস গাইড নিয়োগ দেয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার ১০ম শ্রেনীর ছাত্রী মারিয়া বিনতে উবায়েদ সহকারী কমিশনার ৯ম শ্রেনীর ছাত্রী আফসানা আক্তার রুপা,৮ম শ্রেনীর ছাত্রী মোছান্মৎ কারিমা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব খান এ নির্বাচন প্রসঙ্গে বলেন শিক্ষার্থীদের গণতান্তিক মনোভাব গড়তে এবং নেতৃত্ব সৃষ্টির জন্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। বিদ্যালয়ে সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শফিকুর রহমান ও আওয়ামীলীগ নেতা মোঃ জহিরুল ইসলাম নির্বাচন পরিদর্শন করেছেন।