শুক্রবার, ২৪শে মার্চ, ২০১৭ ইং ১০ই চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ

মুফতি হান্নানসহ ৩ জনের মৃত্যুদন্ডাদেশ বহাল

AmaderBrahmanbaria.COM
মার্চ ১৯, ২০১৭

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর বোমা হামলা মামলায়, মুফতি হান্নানসহ হরকাতুল জিহাদের ৩ জঙ্গির মৃত্যুদন্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।
রোববার তাদের রিভিউ খারিজ করে দেন আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে এই তিনজনের মৃত্যুদ- কার্যকরে আর কোনো আইনি বাধা নেই।
আপিল বিভাগ তার পর্যবেক্ষণে বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে ব্রিট্রিশ হাইকমিশনারকে হত্যার উদ্দেশ্যে এ হামলা হয়েছিলো। ২০০৪ সালে সিলেটে ওই হামলায় নিহত হন তিনজন। আহত হন আনোয়ার চৌধুরী। এ মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর মুফতি হান্নান, রিপন ও বিপুলকে মৃত্যুদ- দেন বিচারিক আদালত। এরপর হাইকোর্টও ওই তিনজনের মৃত্যুদ- এবং দুজনের যাবজ্জীবন কারাদ- দেন।
সূত্র: চ্যানেল ২৪ টিভি