শনিবার, ১১ই মার্চ, ২০১৭ ইং ২৭শে ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ

৮৮ লাখ টাকায় জ্যামাইকায় সাকিব

AmaderBrahmanbaria.COM
মার্চ ১০, ২০১৭

ক্রীড়া প্রতিবেদক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। নিলামের তৃতীয় রাউন্ডে সাকিব আল হাসানের নাম ডাকা হয়। তবে সাকিব আল হাসানকে ছাড়েনি জ্যামাইকা তালাওয়াস।
তারা ১ লাখ ১০ হাজার ডলারে রেখে দিয়েছে ক্রিকেটের তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডারকে। বাংলাদেশ টাকায় এবার সাকিব আল হাসান পাবেন ৮৮ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।

সাকিব ২০১৩ ও ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছিলেন। ২০১৩ সালে ৮ ম্যাচের ৬টিতে ব্যাট হাতে করেছিলেন ২২ রান। আর বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। সেবার তার সেরা সাফল্য ছিল ৬ রানের বিনিময়ে ৬ উইকেট।

এরপর ২০১৬ সালে সাকিব জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেন। এবার জ্যামাইকার সবগুলো ম্যাচেই ছিলেন সাকিব। ১৩ ম্যাচের ১০টিতে ব্যাট হাতে মাঠে নেমে ১৬০ রান করেন। সর্বোচ্চ ছিল অপরাজিত ৫৪ রান। এ ছাড়া ৩০ উর্ধ্ব রানেরও একটি ইনিংস খেলেছিলেন। আর বল হাতে নিয়েছিলেন ১২ উইকেট। তার সেরা বোলিং ফিগার ছিল ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট।

২০১৬ সালে অবশ্য দলকে শিরোপা জিতিয়েছিলেন সাকিবরা। যা ছিল জ্যামাইকা তালাওয়াসের দ্বিতীয় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শিরোপা।