সেন্টমার্টিনে কয়েকশ পর্যটক আটকা
বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যাওয়া অন্তত ‘পাঁচশ’ পর্যটক আটকা পড়েছেন।
শুক্রবার বিকালে সেন্টমার্টিনের চেয়ারম্যান নুর আহমদ এ কথা জানান।
তিনি বলেন, “বৃহস্পতিবার বিকালে বঙ্গোপসাগরে ৩ নম্বর সতর্কতা সংকেতের পর থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কোনো জাহাজ চলাচল করেনি। এ কারণে পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।”
তবে শতাধিক পর্যটক শুক্রবার বিচ্ছিন্নভাবে স্পিডবোট ও স্থানীয় জেলেদের মাছ ধরার ট্রলারযোগে টেকনাফ ফিরেছেন বলে দাবি করেন তিনি।

নুর আহমদ আরও বলেন, আটকা পড়া পর্যটকরা দ্বীপের বিভিন্ন হোটেল-মোটেলে নিরাপদে অবস্থান করছেন। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বৈরী আবহাওয়ার কারণে সগর উত্তাল রয়েছে। এ কারণে বঙ্গোপসাগর ও উপকূলবর্তী এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
নড়াইলে লাখো মোমবাতি জ্বালিয়ে ভাষা শহীদদের স্মরণ
সিদ্ধিরগঞ্জে ‘পাখি উড়ে গেছে পড়ে আছে পাখা’
সুন্দরবনে ট্রলার থেকে ১৮টি হাঙ্গর উদ্ধার, ১২ জন আটক
