নির্দলীয় সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না : ফখরুল
নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ একে অপরের মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। দেশেপ্রেমী ও গণতন্ত্রকামীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে সরকার ফায়দা লোটার চেষ্টা করছে। আসুন ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে ষড়যন্ত্রকারীদের পরাজিত করি।
সরকারের উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়া বলেছেন, নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে এবং সেটি হতে হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে। বিষয়টি আপনাদের আমলে নিতে হবে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আলোচনায় অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠা হলে বিএনপি নির্বাচনে যাবে; খালেদা জিয়ার নেতৃত্বেই নির্বাচনে যাবে।
বিএনপি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এ শীর্ষ নেতা। তিনি বলেন, আগামী নির্বাচন ও বিএনপি নিবন্ধন নিয়ে বিভিন্ন কথা বলে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার।
দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি কোনো ভাগবাটোয়ারার নিবার্চন চায় না। জনগণের ভোটাধিকার চায়। আমরা চাই একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। খালেদা জিয়া ব্যতীত কোনো নির্বাচন বাংলাদেশে হবে না, হতে দেওয়া হবে না।
ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং সাবেক ছাত্রনেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, এ বি এম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, শফিউল বারী বাবু, সুলতান সালাহ উদ্দিন টুকু, আমিরুল ইসলাম আলীম, আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।