রবিবার, ১২ই ফেব্রুয়ারি, ২০১৭ ইং ৩০শে মাঘ, ১৪২৩ বঙ্গাব্দ

যারা এ মন্দিরে হামলা চালিয়েছে তাদের খুজেঁ বের করে বিচারের আওতায় আনা হচ্ছে-মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী

AmaderBrahmanbaria.COM
ফেব্রুয়ারি ৮, ২০১৭

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ নাসিরনগরে সার্বজনীন গৌর মন্দিরে বিশ্ব শান্তি ও মঙ্গঁল কামনায় ৫৫তম বার্ষিকী উপলক্ষে ভূবন মঙ্গঁল মহাৎসবের উদ্বোধন করা হয়। মঙ্গলবার রাতে উপজেলা সদরের গৌর মন্দির প্রাঙ্গণে ৬ দিনব্যাপী এ মহানামযজ্ঞ মহাৎসবের উদ্বোধন করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি। গৌর মন্দির কমিটির সভাপতি সুষেন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) মোঃ সামসুল আলম,পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী,ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,ইউপি সদস্য নগেন্দ্র দাস প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি বলেছেন নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে যারা এ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানজনক স্থানে নিয়ে গেছেন এবং দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই সময় একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে উন্নয়নকে বাধা গ্রস্থ করছেন্। ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। তাই নাসিরনগরের সাম্প্রদায়িক সম্প্রীত রক্ষাসহ নাশকতা রোধে সকলকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনে সচেতন ভূমিকা রাখতে সকলের প্রতি আহবান জানান। মহাৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,জেলা পরিষদ সদস্য হাজ্বী ফারুকুজ্জামান ফারুক,আসাদুজ্জামান চৌধুরী,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,কুন্ডা ইউপি চেয়ারম্যান ওয়াছ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি,দলীয় নেতৃবৃন্দ,হিন্দু সম্প্রদায়ের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ,ভক্তসহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।